ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আসছে ব্যানানা ফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসছে ব্যানানা ফোন

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ ‘ব্যানানা ফোন’ নামে অদ্ভুত ডিজাইনের ফোন তৈরি করে সবাইকে চমকে দেয়। ফোনটি দেখতে হুবহু কলার মতো।

প্রতিষ্ঠানটি এবার আরো নতুন ডিজাইনে ব্যানানা ফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে। নতুন ফোনটি আগের দামেই মাত্র ৪০ ডলারে (বাংলাদেশি টাকার হিসাবে প্রায় সাড়ে তিন হাজার টাকা) কেনা যাবে।

ব্যানানা ফোনের দাম এতো কম হওয়ার কারণ হচ্ছে, এটি আসলে পুরোপুরি ফোন নয়। ব্লুটুথ নির্ভর হেডসেট ডিভাইস। আপনি অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনকে ব্লুটুথের মাধ্যমে এই ডিভাইসে সংযুক্ত রাখতে পারবেন। ফলে আপনার স্মার্টফোনে কোনো কল এলে ব্যানানা ফোন দিয়ে রিসিভ করে কথা বলতে পারবেন।

এই ডিভাইসটিতে মাত্র ৩টি বাটন রয়েছে- ভলিউম বাড়ানো, ভলিউম কমানো এবং কল রিসিভ করার জন্য হোম বাটন। এছাড়া ব্যানানা ফোন সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সমর্থন করায়, ভয়েস কমান্ডের সাহায্যে কল করার জন্য স্মার্টফোনে নির্দেশ পাঠানো যাবে।

নতুন ব্যানানা ফোনে স্পিকার সিস্টেম উন্নত করা হয়েছে। ফলে মিউজিক উপভোগে উন্নত সুবিধা পাওয়া যাবে। এছাড়া নতুন ফোনটি দিয়ে টানা ২০ ঘণ্টা কথা বলা যাবে, আগের মডেলে টকটাইম ছিল ১০ ঘণ্টা।


ঢাকা/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়