ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফেসবুকের ছবি এবার গুগল ফটোজে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকের ছবি এবার গুগল ফটোজে

ডেটা ট্রান্সফার নামক একটি প্রজেক্ট বাস্তবায়নের উদ্দেশ্যে, ফেসবুক থেকে গুগল ফটোজে ছবি ট্রান্সফার সুবিধা দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আওতায় ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের যাবতীয় ছবি সহজেই গুগল ফটোজে স্থানান্তর করতে পারবে।

এই প্রকল্পটি অ্যাপল, গুগল, মাইক্রোসফট, টুইটার এবং ফেসবুকের  একটি যৌথ উদ্যোগ। যার লক্ষ্য হচ্ছে, তাদের ইকোসিস্টেমের মধ্যে ডেটা ট্রান্সফার ব্যবহারকারীদের জন্য আরো সহজ করা।

ফেসবুক জানিয়েছে, ছবি ট্রান্সফারের ওপেন সোর্স টুলটি আপাতত  আয়ারল্যান্ডের কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২০ সালের শুরুর দিকে বিশ্বের সকল ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে।

ফেসবুক আরো যোগ করেছে, টুলটি অন্যান্য পরিষেবার সাথে কাজ করবে। আর এটি অনুমান করা সহজ যে, অন্যান্য পরিষেবার তালিকায় আইক্লাউড এবং ওয়ানড্রাইভ এর মতো জনপ্রিয় স্টোরেজ প্ল্যাটফর্মগুলো রয়েছে।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়