ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আর্কষণীয় ফিচার আনল জিমেইল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্কষণীয় ফিচার আনল জিমেইল

জিমেইলের নতুন ফিচারটি বেশ আকর্ষণীয়, এমনকি অদ্ভুত বলা যেতে পারে। এই ই-মেইল পরিষেবাটি এবার এক মেইল থেকে আরেক মেইলে ফাইল অ্যাচাট করা সুবিধা দেবে- ফাইল প্রথমে ডাউনলোড করার ঝামেলা ছাড়াই।

এতদিন একাধিক মেইলে আসা ফাইল আরেক মেইলে অ্যাটাচ করার জন্য তা প্রথম ডাউনলোড করার প্রয়োজন পড়তো। কিন্তু এখন থেকে মেইল থেকে মেইলে সরাসরি ফাইল অ্যাটাচ করা যাবে।

এজন্য কম্পোজ বক্সে এক বা একাধিক মেইল ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই (মাউস দিয়ে টেনে এনে কম্পোজ বক্সে ছেড়ে দিলেই), এক বা একাধিক মেইলের সকল ফাইলগুলো নতুন মেইলে অ্যাটাচ হয়ে যাবে। এছাড়া অন্য উপায়ে যেমন কনভারসেশন ভিউ থেকে এক বা একাধিক মেইল সিলেক্ট করে থ্রিডট মেন্যুতে ক্লিক করে ‘ফরওয়ার্ড এজ অ্যাচামেন্ট’ অপশন থেকেও এ সুবিধা পাওয়া যাবে।

নতুন এই ফিচারটি বর্তমানের ‘ফরওয়ার্ড’ অপশনের তুলনায় অনেক বেশি সুবিধাজনক। কারণ ফরওয়ার্ড অপশনের মাধ্যমে কেবল নির্দিষ্ট একটি মেইলের ফাইল অ্যাটাচ হিসেবে পাঠানো যায়। কিন্তু নতুন ফিচারে একাধিক মেইলের ফাইল একটি মেইলে অ্যাটাচ করা যাবে।

অভিনব ফিচারটি আজ থেকে উন্মুক্ত করা শুরু করেছে জিমেইল এবং আগামী ২১ জানুয়ারির মধ্যে এটি সকলে পেয়ে যাবে।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়