ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল ডিজিটাল বাংলাদেশ দিবসের সম্মাননা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল ডিজিটাল বাংলাদেশ দিবসের সম্মাননা

প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার হিসেবে সম্মাননা গ্রহণ করছেন নাঈম হাসান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।

আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম উপস্থিত ছিলেন।

এবার শ্রেষ্ঠ মন্ত্রণালয় ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, পুরস্কার গ্রহণ করেন সচিব ইউসুফ হারুন। শ্রেষ্ঠ দপ্তর বা সংস্থা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে সমাজসেবা অধিদপ্তর, পুরস্কার গ্রহণ করেন মহাপরিচালক গাজী মো. নুরুল কবির। শ্রেষ্ঠ বিভাগের সম্মাননা পেয়েছে সিলেট বিভাগ, বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন। শ্রেষ্ঠ জেলার সম্মাননা পেয়েছে খুলনা, জেলা প্রশাসক মো. হেলাল হোসেন পুরস্কার গ্রহণ করেন। শ্রেষ্ঠ উপজেলার সম্মাননা পেয়েছে কুমিল্লা সদর, পুরস্কার গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন।

সেরা ডিজিটাল ক্যাম্পাস ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রফেসর মো. শহিদুর রহমান। শ্রেষ্ঠ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড, পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম মহিউদ্দিন মুনিম। শ্রেষ্ঠ কর্মসংস্থানকারী প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড, পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক আজমল হক আজিম। শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছেন সিগমা আইটি ইনস্টিটিউটের সিইও ইমতিয়াজ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ আইসিটি নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা মালেক কাদির, নারী ফ্রিল্যান্সার ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছেন এমরাজিনা ইসলাম, পুরুষ ফ্রিল্যান্সার ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছেন নাঈম হাসান, শ্রেষ্ঠ স্টার্টআপ ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে শপআপ, ‍পুরস্কার গ্রহণ করেন স্টার্টআপটির অন্যতম উদ্যোক্তা আসিফা সারোয়ার।

শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে ওয়ালটন ডিজিটেক, পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম রেজাউল আলম। শ্রেষ্ঠ ডিজিটাল সিকিউরিটি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, সংস্থাটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল হাসান।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়