ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চার ভি-স্যাট লাইসেন্স বৈধতা হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার ভি-স্যাট লাইসেন্স বৈধতা হারিয়েছে

লাইসেন্স নবায়ন না করায় ৪টি ভি-স্যাট ব্যবহারকারী ও প্রোভাইডারের বৈধতা নেই বলে জানিয়েছে বিটিআরসি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, লাইসেন্স নবায়নের জন্য যথা সময়ে কমিশনে আবেদন না করায় এসব সংস্থা বা প্রতিষ্ঠানকে দেয়া লাইসেন্স বৈধতা হারিয়েছে।

রোববার বিটিআরসি এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে বলেছে। এসব ভি-স্যাট লাইসেন্সের অধীনে কোনো কাজ হলে তা হবে অবৈধ এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

লাইসেন্স বাতিল হওয়া ভি-স্যাট ব্যবহারকারী প্রতিষ্ঠান হলো- ওরি ব্যাংক, সি অ‌্যান্ড এ সোর্সিং ইন্টারন্যাশনাল লিমিটেড, বাংলাদেশ স্পেস রিসার্চ অ‌্যান্ড রিমোট সেন্সিং অরগানাইজেশন (স্পারসো), রিচ সার্ভিসেস এশিয়া লিমিটেড।

এসব প্রতিষ্ঠানকে আগামী ৩০ দিনের মধ্যে ভি-স্যাট লাইসেন্স নবায়নে আবেদন দাখিল বা লাইসেন্স নবায়নে আগ্রহী না হলে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।

এ সময়ের মধ্যে আবেদন দাখিল করা না হলে তা আর বিবেচনা করা হবে না বলে বিটিআরসি জানিয়েছে।

ভি-স্যাট (VSAT= Very Small Aperture Service) হলো- খুব ছোট আকারের সংযোগযন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহকেন্দ্র হিসেবে কাজ করে। এর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস ৩ মিটারের কম হয়। যেখানে অন্যান্য ধরনের উপগ্রহ কেন্দ্রের ব্যাস হয় প্রায় ১০ মিটারের মতো।

ভিস্যাট সবচেয়ে বেশি ব্যবহার হয় বিক্রয়কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত লেনদেনের জন্য।

বর্তমানে প্রায় সব ভি-স্যাট ইন্টারনেট প্রটোকল ভিত্তিক এবং এর বহুমুখী ব্যবহার রয়েছে।

 

ঢাকা/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়