ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুখের অভিব্যক্তি বিশ্বাস করবেন না

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুখের অভিব্যক্তি বিশ্বাস করবেন না

আপনার স্পষ্টতই মনে হতে পারে যে, কারো মুখের হাসি বা চোখ রাঙানি দেখে আপনি তার মেজাজ বুঝে নিতে পারেন।

কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, মুখের অভিব্যক্তিগুলো মনের অনুভূতি প্রকাশের জন্য খুবই দুর্বল সংকেত। বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট অভিব্যক্তির সময় মুখের পেশির গতিবিধি বিশ্লেষণ করেছিলেন এবং গবেষণায় অংশগ্রহণকারী একজন ব্যক্তির আসল আবেগের সঙ্গে সেটি তুলনা করেছিলেন।

ফলাফলে তারা দেখতে পেয়েছেন, মুখের অভিব্যক্তির ওপর ভিত্তি করে মনের আবেগ শণাক্ত করার চেষ্টা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল ছিল।

গবেষণাটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। এ প্রসঙ্গে প্রকল্পটির প্রধান গবেষক প্রফেসর অ্যালিক্স মর্টিনেজ বলেন, ‘যে প্রশ্নটি সত্যিই আসে যে, মুখের অভিব্যক্তি দেখে মনের প্রকৃত অবস্থা শনাক্ত করা যায়?’ এর উত্তর হলো, ‘না, মুখ দেখে আপনি মন বুঝতে পারবেন না।’

প্রফেসর মর্টিনেজ উল্লেখ করেন, ‘হাসি মুখে রয়েছে এমন সকলেই খুশি থাকে না। আবার সুখী সকলেই হাসে না। আপনি যদি সারাদিনের জন্য কোনো কিছু নিয়ে খুশি হোন, তাহলে নিশ্চয় আপনি রাস্তায় হাঁটার সময় মুখে হাসি নিয়ে থাকবেন না। আপনি শুধু খুশি থাকবেন।’

তিনি আরো বলেন, ‘অনেকে দাবি করেন যে, কেউ অপরাধের জন্য দোষী কিনা বা কোনো শিক্ষার্থী ক্লাসে মনোযোগ দিচ্ছে কিনা বা গ্রাহক পণ্য কেনার পরে সন্তুষ্ট কিনা তা মুখ দেখে বুঝতে পারেন। কিন্তু আমাদের গবেষণা বলছে, মুখ দেখে মনের অবস্থা বুঝার দাবি সম্পূর্ণভাবে বাজে একটি কথা। মনের প্রকৃত অবস্থাগুলো শনাক্ত করার কোনো উপায় নেই। বরঞ্চ তা হিতেবিপরীত হতে পারে।’
সহজভাবে বললে, ‘মুখ মনের আয়না’ বলে যে কথা প্রচলিত রয়েছে, এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিজ্ঞানীরা। তাদের ভাষায়, কারো মুখের অভিব্যক্তি বিশ্বাস করবেন না।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়