ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টয়লেটের পানি থেকে ছড়াতে পারে করোনাভাইরাস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টয়লেটের পানি থেকে ছড়াতে পারে করোনাভাইরাস

কোভিড-১৯ নামক করোনাভাইরাসে কাবু পুরো বিশ্ব। প্রতিদিন এই ভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। গবেষণায় দেখে গেছে, মানবদেহের বাইরে ১৭ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

এবার নতুন একটি গবেষণা ইঙ্গিত দিয়েছে, টয়লেটের পানির মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিভিন্ন পানির মাধ্যমে ভাইরাসটির সম্ভাব্য বিস্তারের দিকে নজর দিয়েছেন।

আগের গবেষণায় বলা হয়েছিল, করোনায় আক্রান্ত ব্যক্তির মূত্র বা মলে ভাইরাসটির উপস্থিতি দেখা যায়নি। তবে সাম্প্রতিক গবেষণায়, আক্রান্ত ব্যক্তির মলে ভাইরাসটি অথবা অন্তত এর জিনোম পাওয়া গেছে।

এই গবেষণার প্রধান গবেষক আলেকজান্দ্রিয়া বলেন, আক্রান্ত ব্যক্তির মল থেকেও ভাইরাসটি নির্গত হতে পারে। তবে এটি ভাইরাস বিস্তারের বড় রুট হওয়ার সম্ভাবনা অনেক কম। আক্রান্ত ব্যক্তির টয়লেটের দূষিত পানির ফোটা থেকে কেউ সম্ভ্যাব্যভাবে আক্রান্ত হতে পারেন।

গবেষকরা প্রত্যাশা করেছেন যে, তাদের এই আবিষ্কার পরিবেশে ভাইরাস কীভাবে টিকে আছে সে সম্পর্কে আরো গবেষণাকে উত্সাহিত করবে।

 

ঢাকা/ফিরোজ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়