ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে আইক্যানের সদস্য হলো আরো এক প্রতিষ্ঠান

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে আইক্যানের সদস্য হলো আরো এক প্রতিষ্ঠান

‘দ্য ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন বা আইক্যান)’-এর এলিট ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের আরো একটি প্রতিষ্ঠান।

আইক্যান ডোমেইন রেজিস্ট্রারদের অনুমোদন দিয়ে থাকে। এই অনুমোদনের ফলে রেজিস্ট্রার কোম্পানিগুলো সরাসরি রেজিস্ট্রি থেকে ডোমেইন বিক্রি করতে পারে।

সম্প্রতি আইক্যান অ্যাক্রেডিটেড রেজিস্ট্রার হিসেবে অনুমোদন পেয়েছে পার্পল আইটি লিমিটেড। এর ফলে দেশের ক্রেতারা পার্পল আইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান www.exonhost.com  থেকে দেশি পেমেন্ট মেথড ব্যবহার করে দেশীয় মুদ্রায় সহজেই ডোমেইন নিবন্ধন করতে পারবেন।

পার্পল আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছালেহ আহমদ জানান ‘২০০৯ সাল থেকে এক্সনহোস্ট ৬০টি’র বেশি দেশে সুনামের সাথে হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। আইক্যান অনুমোদনের ফলে কাস্টমারকে আরো দ্রুততার সাথে ডোমেইন সম্পর্কিত সার্ভিস প্রদান করা সম্ভব হবে। এই উপলক্ষে এক্সনহোস্ট ৫৯৯ টাকায় ডটকম ডোমেইন নিবন্ধনের সুযোগ দিচ্ছে। যা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম দেশি কোম্পানি হিসেবে অ্যাক্রেডিটেড রেজিস্ট্রার স্বীকৃতি পায় ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়