ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় স্মার্টফোনের ওয়ারেন্টি বাড়ল 

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় স্মার্টফোনের ওয়ারেন্টি বাড়ল 

প্রতীকী ছবি

নতুন করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বন্ধ আছে দেশের সকল বিপণিবিতান ও শপিংমল।

উদ্ভূত এ পরিস্থিতিতে স্মার্টফোন ব্যবহারকারীরা দুশ্চিন্তায় পড়েছেন ওয়ারেন্টি সেবা নিয়ে। গ্রাহকদের এই দুশ্চিন্তা দূর করতে ওয়ারেন্টির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে জনপ্রিয় একাধিক ব্র্যান্ড। যার মধ্যে অন্যতম হচ্ছে- ওয়ালটন, অপো এবং ভিভো।

জানা গেছে, ওয়ালটন মোবাইল ব্যবহারকারীদের মধ্যে যাদের ওয়ারেন্টি ২৬ মার্চ থেকে ২৫ মে ২০২০-এর মধ্যে শেষ হবে বা হতে যাচ্ছে, তারা ২৬ মে ২০২০ পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি সুবিধা পাবেন।

আর অপো ফোন ব্যবহারকারীদের মধ্যে যাদের ওয়ারেন্টি ২০ মার্চ থেকে ২০ মে ২০২০-এর মধ্যে শেষ হবে বা হতে যাচ্ছে, তারা বর্ধিত ওয়ারেন্টি সুবিধা পাবেন ২০ মে ২০২০ পর্যন্ত।

অন্যদিকে ভিভো ফোন ব্যবহারকারীদের মধ্যে যাদের ওয়ারেন্টি ২৫ মার্চ থেকে ৩১ মে ২০২০-এর মধ্যে শেষ হবে বা হতে যাচ্ছে, তারা ৩১ মে ২০২০ পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি সুবিধা পাবেন।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়