ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধা দেবে উবার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধা দেবে উবার

অন-ডিমান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার সম্প্রতি দ্য আর্থ সোসাইটির প্রকল্প ক্র্যাক প্লাটুনের অংশীদার হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের ৪০টিরও বেশি হাসপাতালে যাতায়াতের সুবিধা দিতে এবং কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করাই এই প্রজেক্টের প্রজেক্টের মূল উদ্দেশ্য।

উবার কর্তৃপক্ষ জানিয়েছে, ক্র্যাক প্লাটুনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে হাসপাতালগুলো তাদের বৈশ্বিক দক্ষতা ও চালকদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বাসা থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে বাসায় যাতায়াতে এই সার্ভিসটি ব্যবহার করতে পারবে।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়