ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গর্ভবতী নারীদের করোনাভাইরাসের উচ্চ ঝুঁকি: গবেষণা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গর্ভবতী নারীদের করোনাভাইরাসের উচ্চ ঝুঁকি: গবেষণা

নতুন একটি গবেষণায় সতর্ক করা হয়েছে, গর্ভবতী নারীরা প্রসবের তারিখের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকতে পারেন।

সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির গবেষকরা গর্ভাবস্থার ওপর করোনাভাইরাসের প্রভাব নিয়ে গবেষণা করেছেন। দ্য কনভারসেশনকে প্রধান গবেষক ডা. মেহরিন জাইঘাম এবং ডা. ওলা অ্যান্ডারসন জানিয়েছেন, ‘গর্ভাবস্থায় ইমিউন সিস্টেম কম আক্রমণাত্মক হয়ে ওঠে যাতে মায়ের অভ্যন্তরে ভিন্ন শিশু জিনগতভাবে আক্রান্ত না হয়। এটি মাকে ভাইরাল সংক্রমণের জন্য আরো সংবেদনশীল করে তোলে।’

‘একইভাবে, গর্ভাবস্থায় বুকের গহ্বরের আকার হ্রাস পায়, বাড়ন্ত গর্ভের চাপের কারণে ফুসফুস কম জায়গা নিয়ে কাজ করে। এ কারণেই গর্ভবতী নারীরা প্রায়শই শ্বাস নিতে অসুবিধা বোধ করে বিশেষত গর্ভাবস্থার শেষ তিন মাসে। এটি কোভিড-১৯ কে আরো মারাত্মক করে তুলতে পারে।’

গবেষকরা কোভিড-১৯ রোগে আক্রান্ত ১০৮ জন গর্ভবতী নারীর গর্ভাবস্থা বিশ্লেষণ করেছেন। গবেষকদের মতে, কোভিড-১৯ রোগে আক্রান্ত গর্ভবতী নারীদের প্রায়শই জ্বর এবং শুষ্ক কাশির মতো ক্লাসিক উপসর্গগুলোতে ভুগতে দেখা গেছে, তবে সকল নারীর মধ্যে স্পষ্ট উপসর্গ ছিল না।

বেশিরভাগ নারীর গর্ভাবস্থার শেষ তিন মাসে চলছিল এবং অনেকের নির্ধারিত তারিখের আগে প্রসবের প্রয়োজন ছিল। এর মধ্যে ৯১ শতাংশ নারী সিজারের মাধ্যমে মা হয়েছিলেন।

গবেষকরা বলেন, ‘এর কারণ প্রায়শই অস্পষ্ট ছিল, তবে কিছু গবেষক ভ্রূণের সম্ভাব্য সমস্যা উল্লেখ করেছেন- যার অর্থ অনাগত শিশু অক্সিজেনের অভাবে ঝুঁকির মধ্যে ছিল।’

গবেষক দলটির মতে, ডায়াবেটিস, স্থূলত্ব এবং উচ্চ রক্তচাপ সহ বেশ কয়েকটি কারণ গর্ভাবস্থা জটিল করে তুলতে পারে। আর এমন প্রমাণ দেখা গেছে যে, জটিল গর্ভাবস্থার নারীদের আরো গুরুতর কোভিড-১৯ সংক্রমণ ছিল।

তবে গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, গর্ভবতী নারীদের কাছ থেকে তাদের ভ্রূণ কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছিল।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়