ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা শতভাগ প্রতিরোধের অ্যান্টিবডি পাওয়া গেছে!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা শতভাগ প্রতিরোধের অ্যান্টিবডি পাওয়া গেছে!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বায়োটেক কোম্পানির বিজ্ঞানীরা এমন এক অ্যান্টিবডি খুঁজে পেয়েছেন, যা করোনাভাইরাসকে পুরোপুরি প্রতিরোধ করতে পারে। এই আবিষ্কারকে তারা ‘করোনাভাইরাসের নিরাময়’ হিসেবে অভিহিত করেছেন।

সান দিয়েগোভিত্তিক সোরেন্টো থেরাপিউটিকস নামক এই কোম্পানির দাবি, তাদের আবিষ্কার করা ‘এসটিআই-১৪৯৯’ নামক অ্যান্টিবডি, সুস্থ মানব কোষে করোনাভাইরাসের প্রবেশ আটকাতে শতভাগ কাজ করে। পেট্রি ডিশ পরীক্ষায় এমন বিস্ময়কর ফলাফল পাওয়া গেছে। 

কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক মাসের মধ্যে এই অ্যান্টিবডিটির ২ লাখ ডোজ তৈরি করা যাবে। ফলে কোভিড-১৯ রোগের ভ্যাকসিন যে সময়ে আবিষ্কার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে, তার আগেই এই অ্যান্টিবডির মাধ্যমে চিকিৎসা শুরু করা যেতে পারে। আর এটি এতটাই কার্যকর যে, শরীরে প্রয়োগ করার পর আর সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না।’

ফক্স নিউজকে সোরেন্টোর প্রধান নির্বাহী ডা. হেনরি জি বলেন, ‘আমরা জোর দিয়ে বলতে চাই যে, নিরাময় রয়েছে। এমন একটি সমাধান আছে যা শতভাগ কাজ করে। করোনা প্রতিরোধী এই অ্যান্টিবডি শরীরে দেয়া হলে আর সামাজিক দূরত্বের দরকার হবে না। নির্ভয়ে লকডাউন তুলে নেওয়া যাবে।’

তবে সোরেন্টো তাদের ল্যাব পরীক্ষায় মানব কোষে অ্যান্টিবডিটির প্রভাব পরীক্ষা করেছে। ফলে এটি মানব দেহে সংক্রমণকে কতটা প্রতিরোধ করতে পারবে সে সম্পর্কে কিছু বলেনি।

সোরেন্টোর বিজ্ঞানীরা দাবি করেন, ‘অ্যান্টিবডিটি নতুন করোনাভাইরাসটিকে মানুষের কোষে প্রবেশের শুরুতেই আটকে দেয়। কোষে প্রবেশ করতে বাধা দেওয়ায় ভাইরাসটি বাঁচতে পারে না।’

ডা. হেনরি বলেন, ‘ভাইরাস কোষ প্রবেশ করতে না পারলে প্রতিলিপি তৈরি করতে পারে না। সুতরাং এর অর্থ হলো- আমরা যদি ভাইরাসটিকে কোষ পেতে প্রতিরোধ করি তাহলে অবশেষে ভাইরাসটি মারা যায়। শরীর সেই ভাইরাসকে নিশ্চিহ্ন করে দেয়।’

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে এই চিকিৎসার জরুরি অনুমোদন চেয়েছে কোম্পানিটি। তবে এখনো গ্রিন সিগন্যাল পায়নি।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়