ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাম্পের টুইটে এবার সতর্কবার্তা জুড়ে দিল টুইটার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ট্রাম্পের টুইটে এবার সতর্কবার্তা জুড়ে দিল টুইটার

কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি টুইটের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ‘ফ্যাক্ট চেক’ ট্যাগ লাগিয়ে দেয় টুইটার। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প সোশ্যাল মিডিয়া বন্ধের হুমকি দেন। এমনকি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া দমনে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ট্রাম্পের আরেকটি টুইটকে সহিংসতা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করে সতর্ক বার্তা দিয়েছে মাইক্রো ব্লগিং সাইটি। মিনোপোলিস শহরের বিক্ষোভ দমন নিয়ে শুক্রবার ট্রাম্পের করা একটি টুইটে নীতিমালা ভঙ্গের নোটিশ জুড়ে দেয় সাইটটি।

পুলিশের হাতে অন্যায়ভাবে নিহত জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনোপোলিস শহরে সহিংস বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দমনে টুইটে সামরিক পদক্ষেপের হুমকি দেন ট্রাম্প। আর এ ধরনের টুইট সাইটটির ‘সহিংসতা’ বিষয়ক নীতিমালা ভঙ্গ করেছে উল্লেখ করে সতর্ক নোটিশ জুড়ে দিয়েছে টুইটার।

তবে ট্রাম্পের টুইটটি মুছে দেয়নি টুইটার কর্তৃপক্ষ। বরং জনস্বার্থে টুইটটি দেখা যাবে বলে জানিয়েছে। তবে তাতে লাইক দেওয়া বা মন্তব্য করতে পারবেন না ফলোয়াররা।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়