ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভাইরাস সংক্রমণ নিয়ে মোবাইল গেম ‘ভাইরাল প্যানিক’

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভাইরাস সংক্রমণ নিয়ে মোবাইল গেম ‘ভাইরাল প্যানিক’

করোনা মহামারির এই সময়ে ভাইরাস সংক্রমণ নিয়ে অ্যান্ড্রয়েড গেম তৈরি করেছে বাংলাদেশি গেম ডেভেলপার প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ম্যাঙ্গো। গেমটির নাম ‘ভাইরাল প্যানিক’।

এটি একটি সারভাইভাল গেম, যেখানে প্লেয়ারকে একের পর এক ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য ছুটতে হবে। বিভিন্ন ধরনের ছোঁয়াচে ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি এই গেমের মাধ্যমে ভাইরাসগুলো সম্পর্কে নানা তথ্যও জানা যাবে। যতগুলো ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা যাবে, ততই বাড়বে স্কোর।

২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা ক্রিয়েটিভ ম্যাঙ্গো এর আগে ১০টি অ্যান্ড্রয়েড গেম বানিয়েছে।

এ সম্পর্কে প্রতিষ্ঠানটির ডেভেলপমেন্ট টিম লিডার আহাসানুল হক নূর বলেন, ‘উপযুক্ত দল গঠন এবং এই গেম জগতের খুঁটিনাটি জানতেই কেটে যায় দুইটি বছর। এরপর ২০১৯ এর শেষে এসে একে একে নির্মাণ করি আমাদের প্রথম ১০টি গেম। ভাইরাল প্যানিক আমাদের ১১তম সৃষ্টি।’

গেমটির প্রজেক্ট ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘এখন পরবর্তী আপডেটের কাজ চলছে, যাতে করে গেমটির মাধ্যমে ব্যবহারকারীদেরকে ভাইরাস সম্পর্কিত যাবতীয় তথ্য এবং সচেতনতা প্রদান করা যায়। সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে গেমটির মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভাইরাস সম্পর্কিত সচেতনতা প্রদান করা সম্ভব হবে।’

টিম ক্রিয়েটিভ ম্যাঙ্গোর বানানো গেমগুলোর মধ্যে ‘পাইরেট শুটার’, ‘ট্যাপ ট্যাপ ফ্রগ’, ‘স্পেস স্ম্যাস’ অন্যতম। এই গেম ডেভেলপার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের গেম সেকশন থেকে এই গেমগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ‘ভাইরাল প্যানিক’ এর পাশাপাশি বাকি গেমগুলোও ক্রিয়েটিভ ম্যাঙ্গোর গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.creativemango.viralpanic&hl=en

 

ঢাকা/ফিরোজ/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়