ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৭ হাজার ফার্মেসিতে পেমেন্ট করা যাবে বিকাশে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৭ হাজার ফার্মেসিতে পেমেন্ট করা যাবে বিকাশে

করোনাকালীন সময়ে দেশজুড়ে প্রায় ৭ হাজার ফার্মেসিতে ওষুধ ও প্রয়োজনীয় পণ্য কেনায় পেমেন্ট করা যাবে বিকাশের মাধ্যমে। মিলবে ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।

বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট করলে মিলবে ক্যাশব্যাক। জুলাই এবং আগস্ট মাস মিলিয়ে মোট ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। দৈনিক সর্বোচ্চ ২৫ টাকা করে মাসে ৫ বারে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক মিলবে।

বিকাশ পেমেন্টে করা যায় এমন সব ফার্মেসির তালিকা ও ঠিকানা এবং ক্যাশব্যাকের বিস্তারিত https://www.bkash.com/offers_pharmacy এই লিংকে ক্লিক করে জানা যাবে। করোনাকালীন পরিস্থিতিতে জরুরি ওষুধ ও পণ্য কিনতে নগদ অর্থ ব্যবহার না করে পেমেন্টের সুযোগ করোনাকালীন সাবধানতা মেনে চলতে সহায়তা করবে বলে মনে করে বিকাশ কর্তৃপক্ষ।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়