ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টিকটক কিনে নিচ্ছে মাইক্রোসফট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টিকটক কিনে নিচ্ছে মাইক্রোসফট

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা

টিকটকের যুক্তরাষ্ট্র শাখার মালিকানা কিনে নিতে মাইক্রোসফট আলোচনা বন্ধ করেনি বলে এক বিবৃতিতে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে টিকটক কেনার আলোচনা থেকে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট সরে এসেছে এমন খবর রটেছিল।

তবে এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে নিজেদের ব্লগ পোস্টে জানায় মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির ঘোষণা বলা হয়, জাতীয় নিরাপত্তা নিয়ে ট্রাম্প যে শঙ্কার কথা জানিয়েছেন তাতে তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। তাই অ্যাপটি অধিগ্রহণ করার আগে কোম্পানিটি নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ খতিয়ে দেখবে এবং যুক্তরাষ্ট্রের জন্য টিকটক অর্থনৈতিকভাবে কতটা লাভবান হতে পারে তার একটা তালিকা সরকারের কাছে দেয়া হবে।

ব্লগ পোস্টে আরো বলা হয়, টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে মাইক্রোসফটের আলোচনা অব্যাহত রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের যুক্তরাষ্ট্র শাখা অধিগ্রহণ করবে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও টিকটকের মালিকানা কিনতে পারে মাইক্রোসফট।

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়