ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জুম অ্যাপে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন যেভাবে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২০  
জুম অ্যাপে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন যেভাবে

অনলাইন মিটিংয়ে ব্যাপক জনপ্রিয় জুম অ্যাপ। অগোছালো বিছানা বা বুক শেলফ সাজিয়ে গুছিয়ে জুম মিটিংয়ে যুক্ত হতে না চাইলে, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড গোপনীয়তা রক্ষা বা মজা করার জন্য একটি ভালো উপায়। প্রয়োজনীয় এই ফিচারটি অবশেষে অ্যান্ড্রয়েডের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আওএস এবং ডেস্কটপে জুম ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে রয়েছে, যা ব্যবহারকারীদেরকে তাদের অবস্থানের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে অনলাইন মিটিংয়ে বৈচিত্র আনার সুবিধা দিচ্ছে। 

অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি এবার অ্যান্ড্রয়েডেও নিয়ে এসেছে জুম। অ্যাপটির বর্তমান ৫.৩.৫২৬৪০.০৯২০ অ্যান্ড্রয়েড ভার্সনে ফিচারটির দেখা পেয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ। এই আপডেট ভার্সনে মিটিংয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি ফোনের অডিও শেয়ার সুবিধাও রাখা হয়েছে। 

অ্যান্ড্রয়েড ডিভাইসে জুমের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ফিচার চালু করবেন যেভাবে

১. মিটিংয়ে জয়েন করুন বা নতুন মিটিং তৈরি করুন।

২. এবার স্ক্রিনের নিচে ডান দিকে কোণায় থাকা ‘মোর’ অপশনে ক্লিক করুন।

৩. এরপর ‘ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড’ অপশনে ক্লিক করুন। 

৪. ক্যামেরা অ্যাকসেসের পারমিশন দেওয়া না থাকলে, পারমিশন দিন। 

৫. ইমেজ সিলেক্ট করুন কিংবা ‘+’ আইকনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারিতে থাকা কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করুন। 

আপনি চাইলে পরবর্তী সকল মিটিংগুলোর জন্য এই ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন কিংবা শুধু বর্তমান সেশনের জন্য সেট করতে যাবেন। এই অপশন পাওয়া যাবে অ্যাপের মিটিং সেটিংস মেন্যুতে।

ডেস্কটপে যেখানে মুভিং ব্যাকগ্রাউন্ড সুবিধা দিচ্ছে জুম, সেখানে অ্যান্ড্রয়েডে ফিচারটি স্টিল ইমেজে সীমাবদ্ধ থাকবে।

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়