ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বজুড়ে টুইটার ডাউন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:০৪, ২ অক্টোবর ২০২০
বিশ্বজুড়ে টুইটার ডাউন

বিশ্বব্যাপী ডাউন হয়ে পড়েছে টুইটার। নতুন টুইট করা যাচ্ছে না কিংবা অ্যাপ এবং ওয়েব কোনো মাধ্যমেই টুইটার লোড হচ্ছে না। বিশ্বের অনেক দেশের টুইটার ব্যবহারকারীরা এ ধরনের সমস্যার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এ ধরনের সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

ওয়েবসাইট পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর ডটকম জানিয়েছে, ইতিমধ্যে কয়েক হাজার ব্যবহারকারী টুইটার ব্যবহার করতে পারছেন না বলে রিপোর্ট করেছেন। 

ডাউনডিটেক্টর ডটকমের তথ্য অনুযায়ী, টুইটারে যে লগ ইন করা যাচ্ছে না, এমন রিপোর্ট সবচেয়ে বেশি এসেছে জাপান থেকে। এছাড়া যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, যুক্তরাজ্যসহ আরো অনেক দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যায় পড়েছেন। 

টুইটার কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। আজ বৃহস্পতিবার সকালে মাইক্রোসফটের আউটলুক ই-মেইল সেবাও বিশ্বজুড়ে ডাউন হয়ে পড়েছিল।

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়