ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৭ নভেম্বর ২০২০  
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন

দেশের বাজারে নতুন মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটির মডেল ‘ভি ২০ এসই’।

ভিভোর ভি ২০ সিরিজের নতুন এই ফোনের প্রি-বুকিং গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ২৬,৯৯০ টাকা। পাওয়া যাবে গ্র্যাভিটি ব্ল্যাক এবং অক্সিজেন ব্লু- এই দুটি রঙে। ম্যাজিক্যাল স্লিক ডিজাইনের এই ফোনটি মাত্র ৭.৮৩মিমি স্লিক বডির, ফলে ওজনে বেশ হালকা।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর এবং মাল্টি টার্বো সমর্থিত ‘ভিভো ভি ২০ এসই’ তে পাওয়া যাবে ৬.৪৪ ইঞ্চি স্ক্রিনের অ্যামোলেড হ্যালো ফুলভিউ ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম, মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত।

চমৎকার সেলফির জন্য ফোনটিতে রয়েছে সুপার নাইট, অরা স্ক্রিন লাইট ও প্রফেশনাল পোর্ট্রেট সুবিধাসহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বহুমুখী ছবি তোলার জন্য রয়েছে ৩টি এআই রিয়ার ক্যামেরা। ক্যামেরাগুলো হলো ৪৮ মেগাপিক্সেলের সুপার নাইট মোডসহ মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা। ৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জিং প্রযুক্তির সুবিধাসহ ভিভো ভি২০ এসই-তে রয়েছে ৪১০০ এমএএইচ ব্যাটারি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়