RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৪ ১৪২৭ ||  ১২ জমাদিউস সানি ১৪৪২

টিকটকে সবচেয়ে জনপ্রিয় শার্লি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২৩ নভেম্বর ২০২০   আপডেট: ২০:২৫, ২৩ নভেম্বর ২০২০
টিকটকে সবচেয়ে জনপ্রিয় শার্লি

টিকটকে জনপ্রিয়তায় নতুন রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের শার্লি ডি’অ্যামেলিও। ১৬ বছর বয়সী এই কিশোরী টিকটকে প্রথম ১০ কোটি ফলোয়ারের মাইলফলক পার করেছেন। মাত্র ১ বছরের মধ্যে সাধারণ একজন থেকে নিজেকে পরিণত করেছেন সবচেয়ে জনপ্রিয় টিকটক তারকা হিসেবে। গত বছরের অক্টোবরের আগ পর্যন্ত তাকে তেমন কেউ চিনতো না, অথচ ডিসেম্বরে মাসেই শার্লির নাম উঠে আসে গুগল সার্চ ট্রেন্ডের তালিকায়। দুই মাসের মধ্যেই তার জনপ্রিয়তা শূন্য থেকে ১০০ শতাংশে পৌঁছায়।

এরপর তরতর করে বেড়েই গেছে তার খ্যাতি। যার সর্বশেষ ফলাফল টিকটকে তার ফলোয়ার সংখ্যা এখন ১০ কোটির বেশি। খুব দ্রুত যে কেউ তার রেকর্ড স্পর্শ করবেন, সে সম্ভাবনাও ক্ষীণ। কারণ, এখন পর্যন্ত কেবল মাত্র দুজন টিকটকারের ফলোয়ার সংখ্যা ৫ কোটির বেশি।

শার্লি মূলত ট্রেডিং নাচের ভিডিও পোস্ট করে থাকেন। গত বছরের মে মাসে টিকটকে অ্যাকাউন্ট খুলেন তিনি। মজার ব্যাপারে হলো, ইউটিউব চালুর ১৪ বছর পর প্রথম কোনো চ্যানেলে ১০ কোটি সাবস্ক্রাইবার হয়েছিল। সে তুলনায় শার্লির ১০ কোটি ফলোয়ারের মাইলফলক অর্জনের সময়কালটি বিস্ময়কর।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়