ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউটিউবে যে ভিডিও সবচেয়ে বেশিবার দেখা হয়েছে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২ ডিসেম্বর ২০২০   আপডেট: ২০:৩৭, ২ ডিসেম্বর ২০২০
ইউটিউবে যে ভিডিও সবচেয়ে বেশিবার দেখা হয়েছে

ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও এখন ‘বেবি শার্ক ড্যান্স’। শিশুদের বিনোদনমূলক এই ভিডিওটি পেছনে ফেলে দিয়েছে লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির গাওয়া ‘ডেসপাসিটো’ গানের ভিডিওকে। 

পুয়ের্তোরিকান গায়ক লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির ‘ডেসপাসিটো’ ২০১৭ সালের আগস্ট মাস থেকে শুরু করে কিছুদিন আগ পর্যন্ত ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর তালিকায় শীর্ষে ছিল। কিন্তু ডেসপাসিটোর সেই মুকুট এখন বেবি শার্ক ড্যান্সের মাথায়। 

২০১৭ সালের জানুয়ারি মাসে আপলোড করা ডেসপাসিটো মিউজিক ভিডিওটি এখন পর্যন্ত ইউটিউবে দেখা হয়েছে ৭০৮ কোটিবার। অন্যদিকে ২০১৬ সালের জুনে আপলোড করা বেবি শার্ক ড্যান্স দেখা হয়েছে ৭৩৬ কোটিবার। শিশুদের ছড়ার এই ভিডিওটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার পিঙ্কফং। শিশুদের উপযোগী এই ভিডিওতে রয়েছে চমৎকার রিদমের পাশাপাশি রঙ-বেরঙের শার্ক বা হাঙরদের মাতামাতি।

ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ৫ ভিডিও দেখে নিন।

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়