ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টিকটকে জয় বাংলা ক্যাম্পেইন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ২০:০৪, ১০ ডিসেম্বর ২০২০
টিকটকে জয় বাংলা ক্যাম্পেইন

বিশ্বের শীর্ষস্থানীয় স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম টিকটক, আসন্ন বিজয় দিবসে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপন করতে #জয়বাংলা শীর্ষক একটি হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে। 

ক্যাম্পেইনের অংশ হিসেবে টিকটক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় ব্যবহারকারীদের নিজস্ব সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে ভিডিওচিত্র নির্মাণ করে তাতে #জয়বাংলা লিখে শেয়ার করার আহ্বান জানিয়েছে টিকটক। প্রতিযোগিতার বিজয়ীরা ১১ ডিসেম্বর থেকে প্রতিদিন ২,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকার দারাজ গিফট কার্ড জিতে নিতে পারবেন। প্রতিযোগিতা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। 

প্রতিযোগিতাটি বিশেষভাবে নকশা করা ইন-অ্যাপ স্টিকার ব্যবহার করে সৃজনশীল গল্প নির্মাণের মাধ্যমে নির্মাতাদের নিজের কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে। হ্যাশট্যাগ দেওয়া কন্টেন্টের ভিডিও কোয়ালিটি, লাইকের সংখ্যা এবং সৃজনশীলতার মানদণ্ডের বিচারে টিকটক প্রতিদিন ১৩ জন বিজয়ী নির্বাচন করবে। নমুনা হিসেবে কিছু ভিডিও লিংক নিচে দেওয়া হলো।

এইচ৫ লিংক: https://activity.tiktok.com/magic/page/ejs/5fd12dbe224e5c02c47c6b82?appType=awemeThis

স্টিকার ভিডিও: www.tiktok.com/@hamzakhanshayan/video/6904514238174203137?source=h5_m

সিটিএ ভিডিও: www.tiktok.com/@anamikaoyshe1/video/6904231908037659906?source=h5_m

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়