ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সবচেয়ে দূরের সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের সন্ধান

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:০৫, ১৩ জানুয়ারি ২০২১
সবচেয়ে দূরের সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের সন্ধান

বিজ্ঞানীরা মহাবিশ্বের যত গভীরে চোখ রাখছেন, সময়ের তত বেশি পেছনে যেতে পারছেন। কিছুদিন আগে টোকিও বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা সবচেয়ে পুরোনো, এমনকি সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সির সন্ধান পেয়েছিলেন। আর এবার সবচেয়ে দূরবর্তী সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে ওই সুপারম্যাসিভ ওই ব্ল্যাকহোলের দূরত্ব ১৩ বিলিয়ন আলোকবর্ষের বেশি! এখন পর্যন্ত এটিই বিজ্ঞানীদের জানা সবচেয়ে দূরবর্তী সুপারম্যাসিভ ব্ল্যাকহোল। এর নাম রাখা হয়েছে জে০৩১৩-১৮০৬। বিজ্ঞানীদের মতে, এর কোয়াসার মহাবিশ্ব সৃষ্টির মাত্র ৬৭০ মিলিয়ন বছর পর সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এর বয়স মহাবিশ্ব সৃষ্টির সময়ের কাছাকাছির। ফলে ব্রহ্মাণ্ড সৃষ্টি সময়কার অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে এটি।

দূরবর্তী এই কোয়াসারটি আমাদের পুরো মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় ১০০০ গুণ বেশি উজ্জ্বল, যার মানে আমাদের সূর্যের তুলনায় ১০ ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল এবং এর ভর ১.৬ বিলিয়ন সূর্যভরের সমান। এর সুপারম্যাসিভ ব্ল্যাকহোলটির সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব সৃষ্টির মাত্র ১০০ মিলিয়ন বছর পর। 

চিলিতে অবস্থিত অ্যাটাকামা লার্জ মিলিমিটার/‌সাবমিলিমিটার অ্যারে বা এএলএমএ টেলিস্কোপ দিয়ে এর দূরত্ব পরিমাপ করতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গবেষকরা প্রত্যাশা করছেন নাসার সবচেয়ে উন্নত মহাকাশ টেলিস্কোপের সাহায্যে দূরবর্তী এই কোয়াসারের অনেক অজানা তথ্য জানা সম্ভব হবে। আগামী ৩১ অক্টোবর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করবে নাসা।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়