ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

একুশের প্রথম প্রহর হতে ২৫ পয়সায় বাংলায় এসএমএস: মোস্তাফা জব্বার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২১
একুশের প্রথম প্রহর হতে ২৫ পয়সায় বাংলায় এসএমএস: মোস্তাফা জব্বার

একুশের প্রথম প্রহর থেকেই মোবাইলে বাংলা এসএমএসের মূল্য অর্ধেকে নেমে আসছে। সে অনুযায়ী বাংলা বর্ণে এসএমএস পাঠালে খরচ পড়বে ২৫ পয়সা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজিত এক ওয়েবিনারে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

টিএমজিবির আহবায়ক মুহম্মদ খানের সঞ্চালনায় ‘প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ শীর্ষক এ ওয়েবিনারে জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ চার সংগঠন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিএসের সভাপতি শহিদ উল মুনীর, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বক্তব্য রাখেন। এছাড়া  উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের নেতৃবৃন্দ।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য সুমন আহম্মেদ সাবির। মূল প্রবন্ধে তিনি দেশে প্রযুক্তি খাতে বাংলা ভাষার ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘সর্বস্তরে বাংলা ও প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে এবং সমৃদ্ধ করতে ২১ ফেব্রেুয়ারির প্রথম প্রহর হতে বাংলায় এসএমএসের মূল্য ২৫ পয়সা করেছে সরকার।’

মন্ত্রী বলেন, ‘আমরা প্রযুক্তিতে বাংলা ভাষার সমৃদ্ধিতে কয়েক বছর হতেই কাজ করছি। প্রযুক্তির এই সময়ে যদি ওয়েব প্ল্যাটফর্মে বাংলাকে সমৃদ্ধ করতে না পারি তাহলে পিছিয়ে যাব। আমরা অনেক দূর এগিয়েছি। একটা সময় যেখানে বাংলায় কোনো তথ্য সমৃদ্ধ লেখা বা কনটেন্ট ওয়েবে খুঁজতে গেলে ঘাম ছুটত, এখন আর তা হয় না।’

মন্ত্রী টিএমজিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের একটা আলোচনা অনুষ্ঠান আয়োজন করা উচিত ছিল বাণিজ্য সংগঠন ও সরকারে বিভিন্ন সংস্থার। কিন্তু টিএমজিবি এটা আয়োজন করেছে।’

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, ‘পৃথিবীতে ভাষার জন্য কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার নজির একমাত্র বাংলাদেশেরই আছে। তাই নিজের ভাষা নিয়ে কাজ করতে আমাদের আরও সক্রিয় হতে হবে।’

ওয়েবে বাংলা ভাষার সমৃদ্ধিতে সরকার কাজ করছে বলেও জানান মোস্তাফা জব্বার। এ জন্য তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে প্রকল্প চলমান রয়েছে। ইন্টারনেটে বাংলার ব্যবহার বাড়াতে এবং বাংলাকে আধিপত্যশীল ভাষা হিসেবে স্থান করে দিতে ১৬টি টুলস উন্নয়ন করছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। এই প্রকল্পের কাজ শেষ হলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেয়ার কাজ সহজ হবে।

মন্ত্রী বলেন, ‘প্রযুক্তির সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে বাংলা ভাষাকে কেন্দ্র করে। তাই বাংলা নিয়ে বিশেষ করে প্রযুক্তিতে বাংলা নিয়ে আমার আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেটা নিয়ে কাজ করতে গিয়ে এখন দেখতে পাই, আমরা আসলে অনেক দূর এগিয়েছি। কিছু ক্ষেত্রে হয়তো দুর্বলতা আছে, সেটাও কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। সরকার চায়, প্রযুক্তি দুনিয়ায় বাংলাটাকেও মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে।’

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়