ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

২৪৭৮ জনকে চাকরি দেবে রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংক

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১
২৪৭৮ জনকে চাকরি দেবে রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংকে ‘অফিসার’ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই ৮ ব্যাংকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ২ হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (২০১৯ সাল ভিত্তিক)

পদ সংখ্যা: ২,৪৭৮টি (সোনালী ব্যাংক লিমিটেডে ৭৫৮টি, জনতা ব্যাংক লিমিটেডে ১২১টি, রুপালী ব্যাংক লিমিটেডে ৬৯টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৫৭টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৪৪০টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২৭টি)।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়সসীমা: ১ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদনের শর্তাবলী: আবেদনের শর্তাবলী জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ