ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন দুই ফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২০ মার্চ ২০২১   আপডেট: ১৯:০৭, ২০ মার্চ ২০২১
গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন দুই ফোন

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন দুই মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে। সম্প্রতি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে উন্মোচন করা হয় গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ মডেলের স্মার্টফোন।

অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিক্সের মোবাইল কমিউনিকেশন বিজনেসের সভাপতি ও প্রধান ড. টিএম রোহ বলেন, ‘গ্রাহকদের চাহিদা এবং প্রয়োজনীয়তাকে বিবেচনায় রেখে পণ্য উদ্ভাবনে স্যামসাং সব সময় সচেষ্ট। তাই, গ্যালাক্সির উদ্ভাবন সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা গ্যালাক্সি এ সিরিজ নিয়ে এসেছি।’ তিনি আরও বলেন, ‘গ্যালাক্সি ব্র্যান্ডের ফিলোসফি অনুযায়ী এ৫২ এবং এ৭২-এ রয়েছে সর্বাধুনিক উদ্ভাবন, সেবা ও বৈশিষ্ট্য, যা মিলবে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে।’

গ্যালাক্সি এ৫২ এবং এ৭২- উভয় ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের হাই-রেজ্যুলেশন কোয়াড ক্যামেরা সেটআপ, যা স্পষ্ট ছবি ও ভিডিওর অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়া ৪কে ভিডিও স্ন্যাপের মাধ্যমে ৪কে ভিডিও থেকে নিজের প্রিয় মুহূর্তগুলো ৮ মেগাপিক্সেলের হাই-রেজ্যুলেশন ছবিতে পরিণত করা যাবে মুহূর্তের মধ্যে। এর স্ক্রিন অপ্টিমাইজার ৩০ ক্যাটাগরির ছবি ও ব্যাকগ্রাউন্ড (যেমন- খাবার, ল্যান্ডস্কেপ এবং পোষা প্রাণী) যথাযথ সেটিংসে ধারণ করতে ব্যবহার করে এআই। ওআইএস (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার) প্রযুক্তি থাকায় নিশ্চিত হবে ছবি ও ভিডিওর স্থিতিশীলতা। মাল্টি-ফ্রেম প্রসেসিং ব্যবহারের কারণে নাইট মোড দিয়ে অন্ধকারেও উজ্জ্বল এবং পরিষ্কার ছবি তোলা যাবে। 

গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন দুই ফোনেই রয়েছে স্যামসাংয়ের জনপ্রিয় সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্জ রিফ্রেশ রেট। বাড়তি ৮০০ নিটস লুমিনেন্সের কারণে ঘরের বাইরেও সামাজিক মাধ্যমের পোস্ট দেখা এবং স্ক্রল করা যাবে।

স্যামসাং গ্যালাক্সি ইকোসিস্টেম – স্মার্টথিংস, স্মার্টথিংস ফাইন্ড, গ্যালাক্সি স্মার্টট্যাগ, মিউজিক শেয়ার, বাডস টুগেদার, কুইক শেয়ার এবং প্রাইভেট শেয়ারের সংযোগ এবং সুবিধা নতুন গ্যালাক্সি এ সিরিজ ব্যবহারের অভিজ্ঞতা আরও বাড়িয়ে তুলবে। এছাড়া গ্যালাক্সির সকল উল্লেখযোগ্য ফিচার রয়েছে এ৫২ এবং এ৭২ ফোনে। যেমন: আইপি৬৭ রেটিংযুক্ত পানি ও ধুলিকণা রোধক, স্যামসাং নক্স, ওয়ান ইউআই ৩ এবং আরও অনেক কিছু। ব্যবহার করা হয়েছে বিশাল শক্তিসম্পন্ন ব্যাটারি। এ৫২-তে রয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং এ৭২-তে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা দুই দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। উভয় ফোনে রয়েছে ডলবি অ্যাটমসের স্টেরিও স্পিকার এবং ১ টিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি।

১৯ মার্চ থেকে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন দুই ফোন। খুব শিগগির বাংলাদেশের বাজারেও গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ পাওয়া যাবে বলে স্যামসাং বাংলাদেশ সূত্রে জানা গেছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়