ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হোয়াটসঅ্যাপে এবার ভয়েস মেসেজ প্লেব্যাক স্পিড

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২২ মার্চ ২০২১   আপডেট: ১৭:৫৬, ২২ মার্চ ২০২১
হোয়াটসঅ্যাপে এবার ভয়েস মেসেজ প্লেব্যাক স্পিড

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়মিতই নতুন নতুন ফিচার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় মেসেজিং প্ল্যাটফর্মটিতে এবার যুক্ত হচ্ছে ভয়েস মেসেজ প্লেব্যাক স্পিড ফিচার। বরাবরের মতো এবারও এ তথ্য ফাঁস করেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ভয়েস ম্যাসেজের প্লে ব্যাক স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীরা আগামী আপডেটে (অ্যান্ড্রয়েড ২.২১.৬.১১) ভয়েস মেসেজ প্লে ব্যাক স্পিড ফিচারটি পাবে। এছাড়াও আইওএস ব্যবহারকারীদের জন্যও আপডেটটি শিগগির উন্মুক্ত করা হবে।

এই ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করে ওয়েবেটাইনফো আরো বলেছে যে, ব্যবহারকারীরা তিনটি স্পিডে (১.০এক্স, ১.৫এক্স, ২.০এক্স) ভয়েস মেসেজগুলো চালাতে পারবে। পছন্দসই স্পিড সিলেক্ট করলেই সেই গতিতে চলবে ভয়েস মেসেজটি।

দীর্ঘ ভয়েস মেসেজ শোনার ক্ষেত্রে স্পিড নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাই এই নতুন ফিচারের খবরে দারুন খুশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়