ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিশ্বের সেরা ১০০ গ্লোবাল ব্র্যান্ড, অ্যাপলের অনন্য রেকর্ড

প্রকাশিত: ১৯:২৪, ১৫ নভেম্বর ২০২২   আপডেট: ১৯:২৯, ১৫ নভেম্বর ২০২২
বিশ্বের সেরা ১০০ গ্লোবাল ব্র্যান্ড, অ্যাপলের অনন্য রেকর্ড

অ্যাপলের একটি স্টোর

পুরো বিশ্বে প্রচুর আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে। কিন্তু এতো ব্র্যান্ডের ভিড়ে সেরা ব্র্যান্ড কারা এবং তাদের ব্র্যান্ড ভ্যালু কতো? 

প্রতি বছরের মতো এ বছরও সেরা ১০০ গ্লোবাল ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্র্যান্ড কনসালটেন্সি প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড। এর মধ্যে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলকে বিশ্বের সবচেয়ে সেরা গ্লোবাল ব্র্যান্ডের স্বীকৃতি দিয়েছে ইন্টারব্যান্ড। এ নিয়ে টানা ১০ বছর ধরে বিশ্বের সেরা ১০০ গ্লোবাল ব্র্যান্ডের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। যা একটি অনন্য রেকর্ড।

এদিকে এ বছর ই-কমার্স ও স্ট্রিমিং জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

২০২২ সালে বিশ্বের সেরা ১০০ গ্লোবাল ব্র্যান্ডের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এয়ারবিএনবি, রেডবুল এবং চীনের টেক ব্র্যান্ড শাওমি। অপরদিকে উবার, জুম, জন ডিরের মতো ব্র্যান্ডগুলো তালিকা থেকে ছিটকে গেছে।

শীর্ষ ১০ গ্লোবাল ব্র্যান্ডের টেবিলে প্রযুক্তি ব্র্যান্ডগুলো নিজের আধিপত্য বজায় রেখেছে। ব্র্যান্ড মূল্য ১৮ শতাংশ বৃদ্ধি নিয়ে প্রথম স্থানে রয়েছে অ্যাপল। কোম্পানিটির ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ৪৮২ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে থাকা মাইক্রোসফটের ব্র্যান্ড মূল্য বেড়েছে ৩২ শতাংশ, কোম্পানিটির ব্র্যান্ড মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭৮ বিলিয়ন মার্কিন ডলার। ২৭৪ বিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যামাজন। চতুর্থ অবস্থানে থাকা গুগলের ব্র্যান্ড মূল্য ২৫১ বিলিয়ন মার্কিন ডলার।

শীর্ষ ১০ ব্র্যান্ডের বাকিগুলো হচ্ছে: স্যামসাং#৫ (৮৭ বিলিয়ন মার্কিন ডলার), টয়োটো#৬ (৫৯ বিলিয়ন মার্কিন ডলার), কোকাকোলা#৭ (৫৭ বিলিয়ন মার্কিন ডলার), মার্সিডিজ বেঞ্জ#৮ (৫৬ বিলিয়ন মার্কিন ডলার), ডিজনি#৯ (৫০ বিলিয়ন মার্কিন ডলার), নাইকি#১০ (৫০ বিলিয়ন মার্কিন ডলার)।

শীর্ষ এই ১০ ব্র্যান্ডের ব্র্যান্ড মূল্য সেরা ১০০ ব্র্যান্ডের সম্বন্বিত ব্র্যান্ড মূল্যের ৫৩ শতাংশ।

২০২২ সালে প্রথমবারের মতো বিশ্বের সেরা ১০০ গ্লোবাল ব্র্যান্ডের মোট ব্র্যান্ড মূল্য ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের উপরে পৌঁছেছে। ২০২১ সালের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে সেরা ১০০ ব্র্যান্ডের সামগ্রিক মূল্য ৩ হাজার ৮৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। যা গতবছর ছিল ২ হাজার ৬৬৭ বিলিয়ন ডলার।

বিশ্বের সেরা ১০০ গ্লোবাল ব্র্যান্ডের তালিকা দেখে নিন-

তথ্যসূত্র: ফোর্বস

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়