ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছবিতে নারীর ক্লিভেজ স্পষ্ট রাখায় গুগলকে জরিমানা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ১ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে নারীর ক্লিভেজ স্পষ্ট রাখায় গুগলকে জরিমানা

স্ট্রিট ভিউ ক্যামেরায় তোলা গুগলের ছবিটি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : গুগলের স্ট্রিট ভিউ ম্যাপের জন্য বিশেষ গাড়ির মাধ্যমে তোলা ছবিতে কানাডায় একজন নারীর ক্লিভেজ দেখা গিয়েছে। ছবিটি যথেষ্ট ঘোলা না করে উন্মুক্ত করায়  ওই নারীকে বিব্রত করার জন্য গুগলকে জরিমানা করা হয়েছে।

 

ছবিতে দেখা যায় যে, মারিয়া পিয়া গ্রিলো নামের ওই নারী নিজের বাড়ির আঙিনায় বিশ্রাম নিচ্ছিলেন। তার পরনে ছিল লো-কাট টপ। সে সময় তিনি সামনে দিকে ঝুঁকে থাকায় বুকের আংশিক উন্মুক্ত ছিল। ওই অবস্থায় গুগলের স্ট্রিট ভিউ তার ছবি তুলে ইন্টারনেটে প্রকাশ করে।


এর ফলে কানাডার একটি নামকরা ব্যাংকে কর্মরত এই নারী সহকর্মীদের কাছে বিব্রত ও নানাভাবে হেয় হয়েছেন বলে আদালতে গুগলের বিরুদ্ধে ৪৫ হাজার ডলারের ক্ষতিপূরণের জন্য মামলা করেন। অভিযোগে তিনি আরো বলেন, তার ছবিগুলো যথেষ্ট পরিমাণে অস্পষ্ট করা হয়নি, ফলে তাকে খুব সহজেই ছবিতে চেনা যায়। পাশাপাশি ছবিতে তার গাড়ি ও বাসার নম্বরও স্পষ্ট।  


আদালত অবশ্য গুগলকে মাত্র ২ হাজার ২৫০ মার্কিন ডলার জরিমানা করেছেন এবং ছবিটি অস্পষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র : দ্য টেলিগ্রাফ

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৪/ফিরোজ/এএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়