ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে নিয়োগ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম: অফিসার (জেনারেল)
পদ সংখ্যা: ২০০ (কম/বেশি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি। ফলাফলের ক্ষেত্রে মাধ্যমিক এবং তদূর্ধ্ব পরীক্ষাগুলোর যে কোনো একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।

বেতন:  জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬,০০০-৩৮,৬৪০ স্কেল এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা।
আবেদনের সময়সীমা: ১৬ মে, ২০১৯।
বয়স: ১৭-০৪-২০১৯ ইং তারিখের মধ্যে বয়স ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে () গিয়ে অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

দরখাস্ত করার সময় ফরম পূরণের সকল নিয়ম এবং শর্তাবলী ওয়বসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত ট্র্যাকিং নাম্বার ফরম (tracking Number Form) টি যথাযথ সংরক্ষণ করতে হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়