Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৮ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৩ ১৪২৭ ||  ২৩ রজব ১৪৪২

ওয়ালটনে ‘ই-কমার্স মনিটরিং অফিসার’ পদে চাকরি

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ওয়ালটনে ‘ই-কমার্স মনিটরিং অফিসার’ পদে চাকরি

দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন গ্রুপ’ এর অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘ই-কমার্স মনিটরিং অফিসার (আইটি প্রোডাক্টস)’ পদে লোক নেবে। এ পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ই-কমার্স মনিটরিং অফিসার (আইটি প্রোডাক্টস)

পদ সংখ্যা: ৪টি।

চাকরির ধরন: পূর্ণকালীন।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: গ্রাফিক্স ডিজাইন যেমন ফটোশপ এবং ইলাস্ট্রেটরে দক্ষতা থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং যেমন ফেসবুক এবং ইউটিউবের জন্য ভিডিও কনটেন্ট তৈরিতে পারদর্শী হতে হবে। গ্রাফিক্স ডিজাইনের নিত্যনতুন কৌশল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: ন্যূনতম ৩০ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাদি।

আবেদনের সময়সীমা: ২০ জুলাই, ২০২০।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ২টি ছবি ও জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি যুক্ত করে সিভি, নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

সিভি পাঠানোর ঠিকানা: চিফ হিউম্যান রিসোর্স অফিসার, ওয়ালটন গ্রুপ, কর্পোরেট অফিস, প্লট- ১০৮৮, ব্লক-আই, রোড সাবরিনা সোবহান (৫ম এভেনিউ), বসুন্ধরা, ঢাকা-১২২৯।

এছাড়া অনলাইনে আবেদন করা যাবে এই ঠিকানায় https://jobs.waltonbd.com/hrIrAplc/showVcnyForApplcnt/1443246


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়