ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২১৮১ জনের চাকরির সুযোগ

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৫ মে ২০২১   আপডেট: ১৬:০৪, ৫ মে ২০২১
কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২১৮১ জনের চাকরির সুযোগ

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর ২ হাজার ১৮১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ)

পদ সংখ্যা: ১,০৫৭টি (সিভিল-১৫৬, ইলেকট্রিক্যাল-৯৮, মেকানিক্যাল-৮৫, পাওয়ার-৪৫, ইলেকট্রোনিক্স-১৪১, কম্পিউটার-১৯১, অটোমোবাইল-৪, আরএসি-৭৫, এনভায়রনমেন্টাল-৩১, কেমিক্যাল-৩, ফুড-৩৯, টেলিকমিউনিকেশন-১৫, ইলেকট্রোমেডিক্যাল-২৭, আর্কিটেকচার-৬, এআইডিটি-৪৫, কন্সট্রাকশন-২৫, মেকাট্রনিক্স-১৮, ট্যুরিজম-১১, ডাটা কমিউনিকেশন-৫, কম্পিউটার সায়েন্স-৫, আইপিসিটি-১৩, মাইনিং-১, সার্ভে-৫, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং-৩, সিভিল (উড)-২, গ্রাফিক ডিজাইন-২, প্রিন্টিং-২)।

শিক্ষাগত যোগ্যতা: পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক)

পদ সংখ্যা: ১,০১৯টি (সিভিল-১৬৫, ইলেকট্রিক্যাল-৯৪, মেকানিক্যাল-৯৫, পাওয়ার-৪৬, ইলেকট্রোনিক্স-১২৭, কম্পিউটার-১৭৭, অটোমোবাইল-৫, আরএসি-৫৯, এনভায়রনমেন্টাল-৩১, কেমিক্যাল-৪, ফুড-২৭, টেলিকমিউনিকেশন-১৩, ইলেকট্রোমেডিক্যাল-৩০, আর্কিটেকচার-৬, এআইডিটি-৪৯, কন্সট্রাকশন-২৫, মেকাট্রনিক্স-৯, ট্যুরিজম-১০, ডাটা কমিউনিকেশন-৫, কম্পিউটার সায়েন্স-৫, আইপিসিটি-১২, মাইনিং-১, সার্ভে-৫, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং-৪, সিভিল (উড)-৪, সিরামিক-৩, গ্লাস-২, গ্রাফিক ডিজাইন-৩, প্রিন্টিং-৩)।

শিক্ষাগত যোগ্যতা: পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব)

পদ সংখ্যা: ১০৫টি (সিভিল-৮, ইলেকট্রিক্যাল-৬, মেকানিক্যাল-৩, পাওয়ার-১, ইলেকট্রোনিক্স-১৮, কম্পিউটার-২৭, আরএসি-১৯, এনভায়রনমেন্টাল-১, ফুড-১৩, টেলিকমিউনিকেশন-১, ইলেকট্রোমেডিক্যাল-২, কন্সট্রাকশন-১, মেকাট্রনিক্স-৫।

শিক্ষাগত যোগ্যতা: পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dter.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়

৫ মে ২০২১ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময় 

২৫ মে ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের শর্তাবলী

আবেদনের শর্তাবলী জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন অথবা ক্লিক করুন এখানে

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়