ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরি

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৯ অক্টোবর ২০২১   আপডেট: ২০:৩৬, ৯ অক্টোবর ২০২১
শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরি

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের কর্পোরেট হেড অফিসে আইটি ডিপার্টমেন্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। 

পদের নাম: অফিসার-চ্যানেল ম্যানেজমেন্ট

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লায়েড ফিজিক্স-এ ন্যূনতম স্নাতক।

দক্ষতা: * কম্পিউটার এবং সার্ভার হার্ডওয়্যার, অটোমেটেড টেলার মেশিন (এটিএম), অপারেটিং সিস্টেম (ইউনিক্স এবং উইন্ডোজ), ভার্চুয়ালাইজেশন, এন্ডপয়েন্ট সিকিউরিটি সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস সম্পর্কে জ্ঞান। * ডাটাবেজ এবং এসকিউএল সম্পর্কে জ্ঞান। * স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ-এ পর্যাপ্ত দক্ষতা। * কম্পিউটার নেটওয়ার্ক এবং আইটি সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে প্রাথমিক ধারণা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট আইটি ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটিএম মেশিন সম্পর্কে ভালো জ্ঞান বা কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: অফিসার-হার্ডওয়্যার ম্যানেজমেন্ট

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম স্নাতক।

দক্ষতা: * কম্পিউটার হার্ডওয়্যার এবং সার্ভার বিষয়ক কাজে বাস্তব অভিজ্ঞতা। * আইটি ইক্যুইপমেন্ট (সার্ভার, ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, ইউপিএস, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি) কনফিগার, মেইনটেইন এবং ট্রাবলশুটিং। অপারেটিং সিস্টেম (উইন্ডোজ সার্ভার এবং রেড হ্যাট লিনাক্স) এবং ভার্চুয়ালাইজেশন সম্পর্কে জ্ঞান। এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার ট্রাবলশুটিং-এর ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা। অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার সম্পর্কিত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

অফিসার-সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড এমআইএস

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম স্নাতক।

দক্ষতা: * লজিক্যাল রিজনিং, প্রোগ্রামিং লজিক, ম্যাথমেটিক্স এবং অ্যালগরিদম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। * ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে প্রাথমিক ধারণা। * আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইত্যাদি বিষয়ে ভালো ধারণা। * ওপেন সোর্স সলিউশ্যন কাস্টমাইজ করার অভিজ্ঞতা এবং সি/সি প্লাস প্লাস বিষয়ক সাধারণ জ্ঞান। * ওরাকল, মাইএসকিউএল, এমএসএসকিউএল, পোস্টগ্রেএসকিউএল, মারিয়া ডিবি ইত্যাদি আরডিবিএমএসে বাস্তব অভিজ্ঞতা। * জাভা, এসপি ডটনেট কোর, লারাভেল, নোডজেএস, অ্যাঙ্গুলারজেএস ইত্যাদি কাজের অভিজ্ঞতা। * এপিআই ইন্টিগ্রেশন, ভার্সন কন্ট্রোলিং সফটওয়্যার, জব শিডিউলিং সিস্টেম ইত্যাদি বিষয়ে দক্ষতা।* লিনাক্স প্ল্যাটফর্মে পর্যাপ্ত জ্ঞান।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট আইটি ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: অফিসার-সিস্টেম ম্যানেজমেন্ট

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম স্নাতক।

দক্ষতা: ইউনিক্সভিত্তিক অপারেটিং সিস্টেম (যেমন রেড হ্যাট, সেন্টোস, উবুন্টু, এআইএক্স, সোলারিস ইত্যাদি) এবং ভিএম সার্ভার (যেমন হাইপার-ভি, ভিএমওয়্যার, কেভিএম ইত্যাদি)-এ বাস্তব অভিজ্ঞতা। * মেইল সার্ভার, ডিএনএস, ডিএইচসিপি, এফটিপি, সাম্বা, এনএফএস, প্রক্সি, অ্যাপাচি/এইচটিটিপিডি ইত্যাদি লিনাক্স সার্ভারগুলো কনফিগার এবং পরিচালনা দক্ষতা। * স্টোরেজ টেকনোলজি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, বিশেষ করে ডেল ইএমসি, নেটঅ্যাপ, এইচপি এবং আইবিএম স্টোরেজ বিষয়ে। * ওপেন সোর্স সলিউশ্যন বিষয়ক কাজ এবং কাস্টমাইজেশন দক্ষতা। * অ্যানসিবল, অ্যাম্বুশ, সেলেনিয়াম, অ্যাপিয়াম, রানোরেক্স ইত্যাদি ওএস অটোমেশন টুল সহ অটোমেট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজে দক্ষতা। * স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ-এ পর্যাপ্ত দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট আইটি ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। অবশ্যই রেড হ্যাট সার্টিফিকেকধারী হতে হবে এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত অন্য কোনো সার্টিফিকেটধারী হলে অগ্রাধিকার দেওয়া হবে। 

বয়সসীমা

২৩ অক্টোবর, ২০২১ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর বয়স।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট আকারের ছবি এবং সিভি আগামী ২৩ অক্টোবরের মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

ঠিকানা: হিউম্যান রিসোর্স ডিভিশন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, করপোরেট হেড অফিস, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, লেভেল ১১, প্লট # ৪, ব্লক # সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, ঢাকা ১২১২। 

এছাড়া অনলাইনে বিডিজবস ডটকম-এর মাধ্যমে আবেদন করা যাবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়