ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিজিবিতে চাকরির সুযোগ

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:৪৯, ১৪ অক্টোবর ২০২১
বিজিবিতে চাকরির সুযোগ

৯৮তম ব্যাচে সিপাহি (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। এ পদে পুরুষ এবং নারীদের নিয়োগ দেবে বিজিবি। দেশের ৪৮ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ১৫-২৪ অক্টোবরের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

পদের নাম: সিপাহি (জিডি)

পদ সংখ্যা: নির্ধারিত না। পুরুষ/নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। 

বয়স: ০৮-৪-২০২২ তারিখে ১৮-২৩ বছর (জন্মতারিখ ০৯-৪-১৯৯৯ থেকে ০৮-৪-২০০৪ এর মধ্যে হতে হবে)।

শারীরিক যোগ্যতা: পুরুষের দৃষ্টিশক্তি ৬/৬, শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (উপজাতীয়দের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৪৯.৮৯৫ কেজি (উপজাতীয়দের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি), বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি (উপজাতীয়দের ক্ষেত্রে ৩০ ইঞ্চি) ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি (উপজাতীয়দের ক্ষেত্রে ৩২ ইঞ্চি)।

নারীদের দৃষ্টিশক্তি ৬/৬, শারীরিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি (উপজাতীয়দের ক্ষেত্রে ৫ ফুট), ওজন ৪৭.১৭৫ কেজি (উপজাতীয়দের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি), বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। সঙ্গে বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজিবি’র ওয়েবসাইটে www.bgb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়