ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মৎস অধিদপ্তর দিচ্ছে অস্থায়ী চাকরি, বেতন ২৫৫০০ টাকা

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৯ অক্টোবর ২০২১  
মৎস অধিদপ্তর দিচ্ছে অস্থায়ী চাকরি, বেতন ২৫৫০০ টাকা

মৎস্য অধিদপ্তর তাদের বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর একটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সহকারী মৎস কর্মকর্তা’ নামের এ পদে মোট ২৯ জনকে নিয়োগ দেবে মৎস্য অধিদপ্তর। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন। 

পদের নাম: সহকারী মৎস কর্মকর্তা।

পদ সংখ্যা: ২৯।

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি পাস অথবা মৎস বিজ্ঞানে ৪ বছরের ডিপ্লোমা।

অভিজ্ঞতা: জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রশিক্ষণ, ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং পরিবীক্ষণ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: সাকুল্যে বেতন ২৫,৫০০ টাকা।

চাকরির ধরন: অস্থায়ী। প্রকল্প শেষ হলে চাকরি সমাপ্ত হয়ে যাবে।

আবেদনের নিয়ম

নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২১ নভেম্বরের মধ্যে- ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্প, মৎস অধিদপ্তর, কক্ষ নং-৫১১, মৎস ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন ফরম মৎস অধিদপ্তরের ওয়েবসাইটে www.fisheries.gov.bd পাওয়া যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

এছাড়াও একই প্রকল্পে ‘ক্ষেত্র সহকারী’ পদে ১৩৪ জনকে নিয়োগের জন্য গত মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মৎস্য অধিদপ্তর। ‘ক্ষেত্র সহকারী’ পদে আগামী ২৫ অক্টোবর, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত পড়ুন এখানে: মৎস অধিদপ্তর দিচ্ছে অস্থায়ী চাকরি, বেতন ২২৪৯০ টাকা

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়