ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঘরে বসে কাজের সুযোগ দিচ্ছে আখতার গ্রুপ

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৩ নভেম্বর ২০২১   আপডেট: ১৬:২৭, ২৩ নভেম্বর ২০২১
ঘরে বসে কাজের সুযোগ দিচ্ছে আখতার গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আখতার গ্রুপ। প্রতিষ্ঠানটি খুব শিগগির একটি বিজনেস ম্যাগাজিন লঞ্চ করতে যাচ্ছে। এ ম্যাগাজিনের জন্য ফিচার রাইটার পদে লোকবল নেবে।

আখতার গ্রুপের মালিকানাধীন শিল্প ও স্থাপত্যবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ‘শোকেস’ এর মতো একই প্রকাশকের মাধ্যমে ম্যাগাজিনটি চালু করা হবে। আসন্ন নতুন বিজনেস ম্যাগাজিনের ফিচার রাইটার পদে ফুল টাইম, পার্ট টাইম এবং ফ্রিল্যান্স বা ঘরে বসে কাজের সুযোগ রয়েছে। এ পদে নারী/পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফিচার রাইটার।

পদ সংখ্যা: নির্ধারিত নয়।

চাকরির ধরন: ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, ইন্টার্ন, ফ্রিল্যান্স।

কর্মস্থল: অফিস/বাসায় বসে কাজ।

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি। মেজর ইন বিজনেস/ইংলিশ/সোশ্যাল সায়েন্স।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতা না থাকলেও এ পদে আবেদন করা যাবে।

বেতন: আলোচনা সাপেক্ষে। ট্রাভেল অ্যালাউন্স, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ফুল সাবসিডাইজ লাঞ্চ ফ্যাসিলিটিজ, বার্ষিক স্যালারি রিভিউ, ২টি ফেস্টিভ্যাল বোনাস সহ কোম্পানির নীতামালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তদের জন্য। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর, ২০২১।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়