ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জরুরীভিত্তিতে লোক নেবে ‘নিরাপদ সমাজ’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৩ ডিসেম্বর ২০২১  
জরুরীভিত্তিতে লোক নেবে ‘নিরাপদ সমাজ’

বেসরকারি সামাজিক-উন্নয়ন প্রতিষ্ঠান ‘নিরাপদ সমাজ’-এ জরুরীভিত্তিতে দুই পদে লোক নিয়োগ করা হবে।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নিরাপদ সমাজ একটি আর্থ-সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। উল্লিখিত প্রতিষ্ঠানের শাখা অফিসের জন্য একজন সহকারী শাখা ব্যবস্থাপক এবং একজন ফিল্ড অফিসার নিয়োগ করা হবে।

সহকারী শাখা ব্যবস্থাপকের শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রী পাস, ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তবে উভয় পদে প্রার্থীদের মোটর সাইকেল বা বাইসাইকেল চালানো জানতে হবে। শাখা ব্যবস্থাপক পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীকে আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি এবং স্বহস্তে লিখিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেসসহ) নির্বাহী পরিচালক বরাবর পাঠাতে হবে।

উল্লেখ্য যে, ‘নিরাপদ সমাজ’ মানব সম্পদ নীতিমালা ও কার্যপ্রণালী অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করে। শুধু বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

জীবন বৃত্তান্ত পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, নিরাপদ সমাজ, পাথরাইল, দেলদুয়ার, টাঙ্গাইল।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়