ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকে চাকরির সুযোগ, পদ সংখ্যা ২২৫৪

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:০৭, ২৩ ডিসেম্বর ২০২১
রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকে চাকরির সুযোগ, পদ সংখ্যা ২২৫৪

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে একাধিক পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। পদগুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ২,২৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অফিসার (ক্যাশ)-(২০২০ সাল ভিত্তিক)

পদ সংখ্যা: ১৭২০ (সোনালী ব্যাংক লিমিটেডে ১৯৯টি, জনতা ব্যাংক লিমিটেডে ১০৩৮টি, অগ্রণী ব্যাংক লিমিটেড ৩০০টি, রুপালী ব্যাংক লিমিটেডে ২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৩৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৪২টি)।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

পদের নাম: সিনিয়র অফিসার (আইটি)-(২০২০ সাল ভিত্তিক)

পদ সংখ্যা: ২২২ (জনতা ব্যাংক লিমিটেডে ১১৪টি, অগ্রণী ব্যাংক লিমিটেড ১০০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ১টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৭টি)।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

পদের নাম: অফিসার (রুরাল ক্রেডিট বা আরসি)-(২০২০ সাল ভিত্তিক)

পদ সংখ্যা: ৩১২ (জনতা ব্যাংক লিমিটেড)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের https://erecruitment.bb.org.bd মাধ্যমে আবেদন করতে হবে। ‘অফিসার (ক্যাশ)’  এবং ‘সিনিয়র অফিসার (আইটি)’ পদে আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২২। ‘অফিসার (রুরাল ক্রেডিট বা আরসি)’ পদে আবেদনের শেষ তারিখ ২৪ জানুয়ারি, ২০২২। আবেদনের শর্তাবলী জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়