ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাপেক্সে বিশাল নিয়োগ, পদ ১৪৪

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ৬ জুন ২০২২   আপডেট: ২০:৪৪, ৬ জুন ২০২২
বাপেক্সে বিশাল নিয়োগ, পদ ১৪৪

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে মোট ১৪৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও পদ সংখ্যা

সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব) - ১৪টি, সহকারী ব্যবস্থাপক (ভূপদার্থ) - ৮টি, সহকারী ব্যবস্থাপক (ইলেক্ট্রনিক্স) - ২টি, সহকারী ব্যবস্থাপক (আইসিটি) - ২টি, সহকারী ব্যবস্থাপক (রসায়ন) - ৬টি, সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) - ১টি, সহকারী ড্রিলার - ৪টি, সহকারী ব্যবস্থাপক (সিভিল) - ২টি, সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) - ৩টি, সহকারী ব্যবস্থাপক (ইলেক্ট্রিক্যাল) - ২টি, সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম কৌশল) - ২টি, সহকারী ব্যবস্থাপক (কেমিকৌশল) - ২টি, সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট) - ১টি, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) - ৯টি, সহকারী ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) - ৩টি, উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) - ১টি, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) - ১টি, উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল) - ১টি, উপসহকারী প্রকৌশলী (সিভিল) - ১টি, উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রনিক্স) - ২টি, উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার) - ১টি, ট্রেইনি ড্রিলার - ১৪টি, সহকারী কর্মকর্তা (প্রশাসন) - ৫টি, সহকারী কর্মকর্তা (হিসাব ও অর্থ) - ৩টি।

স্টোরকিপার - ১টি, সিএন্ডএফ ইন্সপেক্টর - ১টি, সিকিউরিটি হাবিলদার - ১টি, শিপিং অ্যাসিস্ট্যান্ট - ১টি, রেকর্ড কিপার - ১টি, ডেসপাচ রাইডার - ১টি, ডেসপাচার - ১টি, ক্যাশিয়ার - ২টি, ফোরম্যান (মেকানিক) - ১টি, হেডম্যান - ২টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান (১) - ১টি, মাড সুপারভাইজার - ১টি, ওভারশিয়ার - ১টি, সিসমিক ডিলার - ১টি, এসি মেকানিক - ১টি, অটো ইলেকট্রিশিয়ান - ১টি, ক্রেন অপারেটর - ২টি, ডেরিকম্যান - ৪টি, ইলেকট্রিশিয়ান - ১টি, এইচভিও/সিনিয়র ড্রাইভার - ১টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান (২) - ১টি, মেশিনিস্ট - ২টি, মেকানিক (ইঞ্জিন) - ১টি, প্লান্ট মেকানিক - ২টি, ওয়েল্ডার - ১টি, ফায়ার ফাইটার - ১টি, সিনিয়র ফিটার - ১টি, রিগম্যান - ১৬টি, প্লাম্বার - ১টি, চেইনম্যান - ১টি এবং হেলপার (ইলেকট্রনিক) - ১টি। 

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ১৫ জুন সকাল ১০টা থেকে ১৪ জুলাই ২০২২ বিকাল ৫টার মধ্যে। অনলাইনে আবেদনের লিংক http://bapex.teletalk.com.bd

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়