ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্রাজিলের জালে ইকুয়েডরের গোলটা বৈধ ছিল! (ভিডিও)

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ৫ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিলের জালে ইকুয়েডরের গোলটা বৈধ ছিল! (ভিডিও)

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচটি শেষ পর্যন্ত নিষ্পত্তি হয় গোলশূন্য ড্রয়ে। তবে ম্যাচ শেষে ব্রাজিলের জালে ইকুয়েডরের দেওয়া একটি ‘গোল’ নিয়ে প্রশ্ন উঠেছে।

 

দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই এবার নবীন একটি দল নিয়ে কোপায় খেলছে ব্রাজিল। নবীন দল হলেও শক্তির বিচারে এবারও হট ফেবারিট পাঁচ বছরের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর এর আগে ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের বিপক্ষে কোপায় ড্র করতে পারেনি।

 

তাছাড়া ইকুয়েডর কোপায় আগের চার আসরে ম্যাচ হেরেছে দশটি, বিপরীতে জয় পেয়েছে মাত্র একটিতে। কিন্তু সেই দলটির বিপক্ষে আজ ঘাম ছুটে গেছে ব্রাজিলের। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ইকুয়েডর গোল উদ‌যাপনই প্রায় শুরু করে দিয়েছিল। মিলার বোলানোসের ক্রস ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনের হাতে লেগে জালে ঢুকে যায়।

 

বল ব্রাজিলের জালে ঢোকার পর উচ্ছ্বাসে মেতে ওঠে ইকুয়েডর দর্শকরাও। কিন্তু সহকারী রেফারি জানান, বোলানোসের ক্রসের আগে বল সাইডলাইন অতিক্রম করেছিল। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, বল সাইডলাইনের বাইরে যায়নি! সহকারী রেফারির সিদ্ধান্তটি আসলে ভুল ছিল। গোলটা বৈধই ছিল ইকুয়েডরের। শক্তিশালী ব্রাজিলের জালে বল পাঠিয়েও রেফারির ভুল সিদ্ধান্তের কারণে এখন ক্ষোভের আগুনে পুড়ছে ইকুয়েডর।

 

ভিডিও :



রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৬/শামীম/টিপু/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়