ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা, খেলোয়াড়রা নিরাপদে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা, খেলোয়াড়রা নিরাপদে

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানে চলছে প্রথমবারের মতো আয়োজিত শাপাগিজা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। যেখানে পাকিস্তান, জিম্বাবুয়েসহ বেশ কিছু দেশের ক্রিকেটাররা খেলছেন। আজ বিকেলে ম্যাচ চলাকালিন কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। তাতে অন্তত দুইজন নিহত হয়েছেন। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে খেলোয়াড়রা নিরাপদে আছেন।

বুধবার আফগানিস্তানের স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে এই বোমা হামলা হয়। দুইজন নিহত হলেও হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি বলে জানিয়েছে আফগানিস্তানের টোলো নিউজ টেলিভিশন। এই হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হামলার দায়ও এখনো কেউ স্বীকার করেনি।

আফগানিস্তানের জনপ্রিয় খেলার নাম ক্রিকেট। গেল এক দশকে ক্রিকেটে বেশ উন্নতি করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। জুলাই মাসে দ্বাদশ দেশ হিসেবে পেয়েছে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা। ঘরের মাঠে তাই প্রথমবারের মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করেছে টি-টোয়েন্টি লিগ। এই হামলার পর বিদেশি ক্রিকেটাররা তাদের লিগে খেলবেন কিনা সেটা দেখার বিষয়।

তথ্যসূত্র : রয়টার্স ও ডেইলি মিরর



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়