ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেসির মোজায় গ্লুকোজ ট্যাবলেট

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসির মোজায় গ্লুকোজ ট্যাবলেট

ক্রীড়া ডেস্ক : অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলতে নেমে চ্যাম্পিয়ন্স লিগে শততম গোলের মাইলফলক পৌঁছেছেন মেসি। তবে এই ম্যাচে মেসির একটি ঘটনা নিয়ে সরব হয়ে উঠেছে নিন্দুকেরা।

ম্যাচের প্রথমার্ধের দশম মিনিটে মেসি মাঝমাঠে থেমে গিয়ে মোজার ভেতর থেকে কিছু একটা বের করে মুখে দেন।ম্যাচ চলাকালীন শক্তিবর্ধক কোনো দ্রব্য খেয়েছেন কি না এমন প্রশ্ন ওঠেছিল।

তবে পরে জানা যায় আসল ঘটনা। কোনো শক্তিবর্ধক দ্রব্য নেননি মেসি। ক্লান্তি কাটাতে গ্লুকোজ ট্যাবলেট মুখে নিয়েছিলেন তিনি। ফুটবলে খেলা চলাকালীন সময়ে এ ধরনের ঘটনা অপরাধের মধ্যে পড়ে না। এই পদ্ধতিকে বলা হয়, ‘জেলি বেবি থিওরি। মাঠে নামার প্রথম ১৫ মিনিটে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো ঠিক রাখতে এই ধরনের ওষুধ সেবন করা যায়।

এবারের মৌসুমটি দুর্দান্ত কাটাচ্ছেন মেসি। বার্সেলোনার সঙ্গে জাতীয় দলেও গোল করে আর্জেন্টিনাকে রাশিয়া বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘ডি’র ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে একটি গোল করার পাশাপাশি লুকাস ডিগনের করা অন্য গোলেও অবদান রাখেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়