ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

উইম্বলডনের সেমিতে মুখোমুখি ফেদেরার-নাদাল

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইম্বলডনের সেমিতে মুখোমুখি ফেদেরার-নাদাল

ক্রীড়া ডেস্ক: উইম্বলডনের সেমিফাইনালে আরো একবার মুখোমুখি হতে যাচ্ছেন দুই টেনিস সুপারস্টার রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। এটি হবে এই দুই তারকার একে অপরের বিপক্ষে ৪০ তম ম্যাচ।

কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরিকে ৪-৬,৬-১,৬-৪,৬-৪ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন রেকর্ড আটবারের উইম্বলডন জয়ী ফেদেরার। অপরদিকে স্যাম কুয়েরিকে সরাসরি সেটে ৭-৫, ৬-২,৬-২ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেন ক্লে কোর্টের রাজা খ্যাত নাদাল।

সর্বকালের সর্বোচ্চ সংখ্যক গ্র্যান্ডস্লাম জয়ী এই দুই তারকার মধ্যে ফেদেরারের ঝুলিতে আছে রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম আর নাদালের ১৮ টি। উইম্বলডনের রেকর্ড আট শিরোপাও গিয়েছে ফেডেক্সের ঘরে। উইম্বলডনে তুলনামূলক কম উজ্জ্বল নাদালের রেকর্ড। ঘাসের কোর্টে তার শিরোপা ২ টি।

এ পর্যন্ত ৩৯ বারের দেখায় ২৪ ম্যাচ জিতে এগিয়ে নাদাল। ১৫ বার শেষ হাসি হেসেছেন ফেদেরার।

উইম্বলডনে দুই তারকার শেষ দেখা হয়েছিল ২০০৮ সালে। ইতিহাসের অন্যতম সেরা টেনিস ম্যাচ হিসেবে খ্যাত এই লড়াইয়ে জিতে যান নাদাল।

উইম্বলডনে রেকর্ড ১০০ ম্যাচ জিতেছেন ফেদেরার। এই ঐতিহাসিক টুর্নামেন্টে এটি হবে তার ১৩ তম সেমিফাইনাল।

দুজনের সর্বশেষ দেখায় জুনে রোলা গারোর ফাইনালে ফেদেরারকে সরাসরি সেটে হারিয়েছিলেন নাদাল।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়