ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনা টাইটানসে শেন ওয়াটসন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনা টাইটানসে শেন ওয়াটসন

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরের আসরে খেলবেন। সপ্তম আসরে খুলনার হয়ে মাঠে নামবেন অসি এ তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা টাইটানস অফিসিয়াল ফেসবুক পেজে ওয়াটসনের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়াটসনের যোগ দেওয়া প্রসঙ্গে খুলনা টাইটানসের পক্ষ থেকে বলা হয়, ‘শহরের নতুন টাইটানকে গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করছি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন খুলনা টাইটানসের সরাসরি বিদেশি চুক্তির একজন হিসেবে বিপিএলের ২০১৯-২০ সৌসুম খেলবেন।’

বিশ্বকাপ জয়ী অলরাউন্ডারও এক ভিডিও বার্তায় তার রোমাঞ্চের কথা জানিয়েছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরের মৌসুমে খুলনা টাইটানসে যোগ দিচ্ছি, আমি খুব রোমাঞ্চিত। বিপিএল এমন একটা টুর্নামেন্ট, যেখানে আমি সবসময় খেলতে চেয়েছি। শেষ পর্যন্ত সুযোগটা পেলাম।’

খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ওয়াটসনকে নেওয়া প্রসঙ্গে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিতে শেন ওয়াটসন যোগ দিতে যাচ্ছেন, খুলনা টাইটানসের জন্য এটা রোমাঞ্চকর। তিনি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন, তার দেশ ও ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে অনেক শিরোপা জিতেছেন। তার অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা দলে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি শেন আমাদের শিরোপা জেতাতে দারুণ অবদান রাখবেন, যেটার জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

২০১৬ ও ২০১৭ সালে টানা দুটি প্লে অফ খেলা খুলনা টাইটানস সবশেষ আসরে লিগ পর্বের বাধা উতরাতে ব্যর্থ হয়েছিল। ১২ ম্যাচে দুটি জয়ে সবার শেষ দল হয়ে ষষ্ঠ আসর শেষ করেছিল তারা। আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা টুর্নামেন্টের সপ্তম আসর। গতবারের ব্যর্থতা কাটিয়ে এবার তারকা ক্রিকেটারদের ভিড়িয়ে শিরোপায় চোখ থাকবে দলটির।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়