ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শনিবার স্থান নির্ধারনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার স্থান নির্ধারনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : আগমীকাল শনিবার  ইনডোর এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সপ্তম স্থান নির্ধারনী ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

আজ শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডেতে ইরানের কাছে ফিলিপাইন ১৮-২ গোলে হেরে যায়। তাতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয় পুল ‘এ’ তে বাংলাদেশের চতুর্থ।

অপরদিকে, পুল ‘বি’ তে চার ম্যাচ শেষে ৩ পয়েণ্ট নিয়ে চতুর্থ অবস্থানে চাইনিজ তাইপে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই পুলের চতুর্থ দল শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ও বাংলাদেশ সময় দুপুর ১ টায় সপ্তম স্থান নির্ধারনী ম্যাচে লড়বে।

উল্লেখ্য, বাংলাদেশের মতো চাইনিজ তাইপেও প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। পুল ‘বি’ তে চার ম্যাচের তিনটিতেই হেরেছে দলটি। একমাত্র জয় এসেছে নবাগত নেপালের বিপক্ষে।

ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ।


রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়