ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়ে সপ্তম বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়ে সপ্তম বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : সপ্তম হয়ে নিজেদের প্রথম ইনডোর এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ জাতীয় হকি দল।

শনিবার স্থান নির্ধারনী ম্যাচে চাইনিজ তাইপেকে ৯-০ গোলে হারিয়েছে শিতুল-কৌশিকরা। চোনবুরিতে পুল ‘বি’এর চতুর্থ দল চাইনিজ তাইপের বিপক্ষে শুরু থেকেই গতিময় বাংলাদেশ। প্রথমার্ধে এগিয়ে যায় ৫-০ গোলে। দ্বিতীয়ার্ধে আসে আরো ৪ গোল। সব মিলিয়ে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেয় ৯-০ গোলের ব্যবধানে।

এর মধ্য দিয়ে টুর্নামেন্টে প্রথম অংশ নেয়া দলগুলোর মধ্যে নিজেদের সেরা প্রমাণ করলো লাল সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের নবাগত বাকি তিন দলের মধ্যে চাইনিজ তাইপে, নেপাল ও ফিলিপাইন যথাক্রমে অষ্টম, নবম ও দশম হয়েছে।

টুর্নামেন্ট শেষে আগামী ২২ জুলাই বিকেল ৫টায় ঢাকায় ফিরবে জাতীয় ইনডোর হকি দল।

ইনডোর এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ ব্যবধানে হার মানে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে হেরে যায় ৮-০ গোলের ব্যবধানে। তবে তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে ৯-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে। বৃহস্পতিবার গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচে শিটুল-আশরাফুলরা স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-১ ব্যবধানে হেরে যায়।

তাতে স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পায় লাল-সবুজের জার্সিধারীরা। আর সেখানে প্রতিপক্ষ চাইনিজ তাইপেকে হারিয়ে প্রথমবার অংশ নিয়ে সপ্তম হয় বাংলাদেশ।

ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়