ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না জিম্বাবুয়ে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক : আর্থিক সংকটে থাকা জিম্বাবুয়েকে সাহায্য করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে বিসিবি বাংলাদেশ-আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সেপ্টেম্বরে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সূচি তৈরি করেছিল।

এই সিরিজ থেকে যা আয় হবে তার পুরোটা দেওয়া হবে জিম্বাবুয়েকে। কিন্তু আইসিসি নিষেধাজ্ঞা পাওয়ায় এই সফরে আসছে না জিম্বাবুয়ে।

শনিবার জিম্বাবুয়ে ক্রিকেট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করায় জিম্বাবুয়ে ক্রিকেট আর কোনো ঘরোয়া টুর্নামেন্ট কিংবা ইভেন্ট আয়োজন করতে অপারগতা প্রকাশ করেছে। এমনকী তাদের ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে বিভিন্ন দ্বিপাক্ষিক অথবা ত্রিদেশীয় সিরিজেও অংশ নিবে না বলে জানিয়েছে। সে কারণে তারা সেপ্টেম্বরে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতেও আসবে না।

জিম্বাবুয়ে ক্রিকেট তাদের বার্তায় লিখেছে, ‘আইসিসি জিম্বাবুয়েকে একটি বৈশ্বিক বাছাইপর্বের আয়োজক হওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু এখন সবকিছু পেন্ডুলামে দুলছে। সবকিছু মিলিয়ে খেলোয়াড় ও স্টাফরা বিরোধ নিষ্পত্তির আগুনে পুড়ছে। যেটা চলতে পারে কয়েক মাস। এমনকী বহুদিন। যেখানে তারা কোনো বেতন পাবে না। পাবে না কোনো ম্যাচ ফি।’

অবশ্য ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের অংশ নেওয়ার বিষয়টি তাদের উপরই ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা যদি না আসে তাহলে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ হবে।

এদিকে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) আইসিসিকে জিম্বাবুয়ের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে, ‘জিম্বাবুয়ের ক্রিকেটাররা নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে। তারা বোর্ড সম্পর্কিত নানা সমস্যার মধ্য দিয়ে অতীতেও গিয়েছে, এখনও যাচ্ছে। তারা মাসের পর মাস কোনো বেতন পায়নি। ম্যাচ ফি পায়নি। তাদের সঙ্গে করা চুক্তি বার বার ভঙ্গ হয়েছে। আমরা আসিসির কাছে দাবি জানিয়েছে এমন কিছু করতে যাতে নিষেধাজ্ঞার মধ্যেও ক্রিকেটারদের চুক্তিকে সম্মান জানানো হয়।’

সংস্থাটি আরো জানিয়েছে, ‘জিম্বাবুয়ের কিছু কিছু ঘরোয়া ক্রিকেটার মানবেতর জীবনযাপন করছে। তারা দিন এনে দিন খেয়ে বেঁচে আছে। যা খুবই মানবেতর পরিস্থিতি। এই নিষেধাজ্ঞা সেই পরিস্থিতিকে আরো কঠিন করে তুলবে। তাই আমরা বিশ্বাস করি উদ্ভুত পরিস্থিতিতি তুলে ধরা উচিত এবং বিষয়গুলো বিবেচনা করে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিত।’
 


রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়