ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিসিসিআইয়ের অনুরোধে নো বল প্রযুক্তি ফেরাল আইসিসি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিসিআইয়ের অনুরোধে নো বল প্রযুক্তি ফেরাল আইসিসি

ক্রীড়া ডেস্ক : গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে লাসিথ মালিঙ্গার শেষ ডেলিভারি নো বল ছিল। কিন্তু তা মাঠের আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। আর ওই বলেই বেঙ্গালুরুর হার নিশ্চিত হয়।

ম্যাচ শেষে আম্পায়ারের এ ভুল নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন দুই দলেরই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা। আইপিএলে মালিঙ্গার ওই ডেলিভারির পর নো বল প্রযুক্তি ফেরানোর আবেদন করেছিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন আবেদনের পর লন্ডনে আইসিসির বার্ষিক সম্মেলনে নো বল প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

২০১৭ সালে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের পর অতিরিক্ত খরচের জন্য বাতিল করা হয়েছিল নো বল প্রযুক্তি। নো বল প্রযুক্তি এক দিন ব্যবহার করতে গেলেই হাজার হাজার ডলার ব্যয় হয়। পুরো ম্যাচে মোট ডেলিভারির ০.৫ শতাংশেরও কম নো বল হওয়ার  সম্ভাবনা থাকে। এ কারণে তখন ভাবা হয়েছিল, মাত্র কয়েকটি মুহূর্তের জন্য এ প্রযুক্তির পেছনে হাজার হাজার ডলার খরচ অর্থহীন। 

এ প্রযুক্তিতে তৃতীয় আম্পায়ারকে বোলারের প্রতিটি ডেলিভারিতে চোখ রাখতে হয়। এখন কোনো ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নিতে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হলেই কেবল তার ভূমিকাটা দেখা যায়। নো বল প্রযুক্তিতে প্রতিটি ডেলিভারিতেই ব্যস্ত থাকতে হবে তৃতীয় আম্পায়ারকে।

আইসিসি অনুমোদন দেওয়ায় নো বল প্রযুক্তির প্রথম পরীক্ষামূলক ব্যবহার হবে ভারতের ঘরোয়া ক্রিকেটে। সফল হলে ফেরানো হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটেও। ভারতের মুম্বাই মিররের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়