ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টানা জয়ে শীর্ষে আর্সেনাল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টানা জয়ে শীর্ষে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক : জয়ে দিয়ে মৌসুম শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে আর্সেনাল। আর দুই জয়েই ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে গানাররা। আজ নিজেদের মাঠে বার্নলিকে হারিয়েছে আর্সেনাল।

অ্যামিরেটস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় বার্নলিকে স্বাগত জানায় আর্সেনাল। চেনা মাঠে প্রতিপক্ষকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। তাতেই ৬ পয়েন্ট নিয়ে ২০১৯-২০ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষস্থান দখল করেছে গানাররা।

ইংলিশ লিগে অন্যরা এখনো পর্যন্ত এক ম্যাচ খেললেও দুটি ম্যাচ খেলা হয়ে গেছে আর্সেনালের। মৌসুমের শেষপর্যন্ত গানাররা কতদূর নিজেদের অবস্থান ধরে রাখতে পারে সেটাই দেখার অপেক্ষা।

লিগের প্রথম ম্যাচে আর্সেনাল পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের একমাত্র গোলে জয় পেয়েছিল নিউক্যাসলের বিপক্ষে। এবার বার্নলির বিপক্ষেও জয়ের নায়ক এই গেবানিজ ফরোয়ার্ড।

আজ ম্যাচের ৬৪ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার দানি ক্যাবায়োসের পাস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন আউবামেয়াং। এর আগে ১-১ ব্যবধানে বিরতিতে যায় দু’দল। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা আর্সেনাল আলেক্সান্দ্রে লাকাজাত্তের গোলে এগিয়ে যায় ম্যাচের ১৩ মিনিটে। ফরাসি স্ট্রাইকারেরও গোলের উৎস রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুমে ধারে এমিরেটসে আসা ক্যাবায়োস।

শুরুতে গোল দিলেও লিড ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার দু’মিনিট আগে বার্নলিকে সমতায় ফেরান অ্যাশলে বার্নেস। তবে দ্বিতীয়ার্ধের আউবামেয়াংয়ের চমকে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যামিরেটস স্টেডিয়ামের ক্লাবটি।


রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়