ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বোলিং নিয়ে ভেট্টরির সঙ্গে কাজ করতে মুখিয়ে মাহমুদউল্লাহ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বোলিং নিয়ে ভেট্টরির সঙ্গে কাজ করতে মুখিয়ে মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক: তিনজন দক্ষিণ আফ্রিকান আগেই ছিল বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে।  রাসেল ক্রেইগ ডমিঙ্গো যোগ দেওয়ায় তালিকা আরও লম্বা হয়েছে।  সেই সাথে কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের একজন। সব মিলিয়ে বিশ্বকাপের পর জাতীয় দলের জন্য হাই-প্রোফাইল কোচিং প্যানেল চূড়ান্ত করেছে বিসিবি।

নীল ম্যাকেঞ্জি সীমিত পরিসরের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং কোচ। ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন রায়ান কুক।  বিশ্বকাপের পর বোলিং কোচ হিসেবে বিসিবি যুক্ত করেছে শার্ল ল্যাঙ্গাভেল্টকে।  সবশেষ দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো।  এছাড়া স্পিন বোলিং কোচ হিসেবে বিসিবি উড়িয়ে আনছে ড্যানিয়েল ভেট্টরিকে।

হাই-প্রোফাইল এ কোচিং প্যানেলের সঙ্গে কাজ করতে মুখিয়ে জাতীয় দলের অলারাউন্ডার মাহমুদউল্লাহ।  রোববার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার পর পুরো দলের সঙ্গে ফিটনেস ট্রেনিং করেছেন মাহমুদউল্লাহ।  এরপর নিজ উদ্যোগে ব্যাটিং-বোলিং সেরেছেন।  দীর্ঘদিন পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচিং প্যানেল নিয়ে কথা বলেন সিনিয়র এ ক্রিকেটার। 

হেড কোচ নিয়ে মাহমুদউল্লাহ বলেন,‘উনার প্রোফাইল বেশ সমৃদ্ধ। সাউথ আফ্রিকার কোচ ছিলেন কয়েকবছর এবং ভালো কাজই করেছেন দলটির জন্য। আমার মনে হয় উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব এবং বাংলাদেশ দলের জন্য ভালো হবে।’

ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন মাহমুদউল্লাহ,‘ম্যাকেঞ্জির সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছি। সে অসাধারণ একজন ব্যাটিং কোচ। আমি ব্যক্তিগতভাবে কথা বলি ব্যাটিং নিয়ে এবং ওনার কিছু কিছু পরিকল্পনা ও তথ্য আমার ব্যাটিংয়ে জন্য খুব উপকারী হয়। ’

ল্যাঙ্গাভেল্টের সঙ্গে শ্রীলঙ্কায় কাজ করেছেন মাহমুদউল্লাহ।  স্পিন অলরাউন্ডানের বিশ্বাস পেস বোলিং কোচের থেকে সর্বোচ্চটা গ্রহণ করতে পারবেন পেসাররা,‘উনার সঙ্গে আমি খেলেছিও শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে। উনি খুব ভাল মানুষ। আর উনার ক্যারিয়ারই বলে উনি কত ভালো বোলার ছিলেন। আমার মনে হয় পেস বোলারদের জন্য খুব ভালো হবে।’

মাহমুদউল্লাহ মুখিয়ে আছেন ভেট্টরির সঙ্গে কাজ করতে।  ডানহাতি স্পিনারের বোলিং বিশ্বকাপে মিস করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় হাত ঘোরালেও পুরোপুরি রিদমে আসতে পারেননি।  কিউই স্পিন কোচের সঙ্গে বোলিং নিয়ে সময় কাটাতে চান মাহমুদউল্লাহ,‘বোলিংটা আমি খুব মিস করছিলাম। কারণ এটা আমাকে বাড়তি একটা আত্মবিশ্বাস দেয়।  ব্যাটিংয়ে না পারলেও বোলিং দিয়ে কিছুটা দলের জন্য অবদান রাখতে পারি তখন ভালো লাগে।  এখন বোলিংয়ে ফিরে ভালো লাগছে। আশা করি যে সুস্থ থাকলে পরবর্তী সিরিজে হয়ত বোলিং করতে পারব।’

‘ভেট্টরি বড় বোলার ছিলেন। এত বড় একজন কোচ… অবশ্যই উনার কাছ থেকে অনেক কিছু জানতে পারব।  ব্যক্তিগতভাবে আমার বোলিং নিয়ে কথা বলব উনার সাথে।’ – যোগ করেন মাহমুদউল্লাহ।

চার দক্ষিণ আফ্রিকানের কোচিং প্যানেল নিয়ে বাংলাদেশ আরও কার্যকর হয়ে উঠবে বলে বিশ্বাস করেন মাহমুদউল্লাহ,‘দুজন সাউথ আাফ্রিকান কোচের সঙ্গে কাজ করেছি। একজন ফিল্ডিং কোচ আরেকজন ব্যাটিং কোচ। এখন আরও দুজন যু্ক্ত হল ল্যাঙ্গাভেল্ট ও ডমিঙ্গো। চারজন মিলে যখন কাজ করবে তখন নিশ্চয়ই বেশি কার্যকরী হবে। আমার মনে হয় এখন আমাদের কোচিং প্যানেল খুবই হাই-প্রফাইল। আমাদের সবার জন্যই খুব ভালো একটা ইতিবাচক দিক।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়